আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিম কোর্ট এলাকায় ফের মিছিল

সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ-মিছিল না করতে একমত হওয়ার একদিন যেতে না যেতেই ফের মিছিল করেছেন ১৮ দলীয় জোট সমর্থক আইনজীবীরা।

পর পর দু’দিন পাল্টাপাল্টি সংঘাত-সংঘর্ষের পর গতকাল প্রধান বিচারপতির ডাকে সাড়া দিয়ে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির বতর্মান ও সাবেক সভাপতি, সম্পাদকের মতবিনিময়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ-মিছিল না করতে একমত হন আইনজীবীরা।

কিন্তু আজ দুপুরে এক সংবাদ সম্মেলেনে বিরোধীদলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে কোনো প্রকারের চুক্তি বা সমঝোতা হয়নি দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী।

সংবাদ সম্মেলনের পরই ১৮দলীয় জোটের আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবন এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি বার ভবন থেকে প্রধান ফটক ঘুরে আবার বার ভবনে এসে শেষ হয়।

এদিকে সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি বলেন, প্রধান বিচারপতির উপস্থিতিতে মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতিরা সহ সুপ্রিম কোর্টের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়রদের মধ্যে ২৯ ও ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আলোচনা হয়। আলোচনায় প্রধান বিচারপতি ২৯ ও ৩০ ডিসেম্বর বহিরাগত সন্ত্রাসীদের সুপ্রিম কোর্ট আক্রমণের বিষয়ে নির্লিপ্ত থাকায় আমি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করি।

আলোচনার বিষয়বস্তু আলোচকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে সেখানে সিদ্ধান্ত হয় উল্লেখ করে মোহাম্মদ আলী বলেন, আলোচনার পরপরই অ্যাটর্নি জেনারেলসহ আওয়ামীপন্থি আইনজীবীরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.