আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিম কোর্ট বারে ভোট চলছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ১০টা থেকে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। প্রতিবারের মতো এবারও এই নির্বাচনে প্রধান দুই রাজনেতিক দলের সমর্থক আইনজীবীদের দুটি প্যানেল মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

নির্বাচন উপ-কমিটির আহ্ববায়ক মো. নূর হোসেন চৌধুরী জানান, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে বিরতি।

এ নির্বাচনের মধ্য দিয়েই সুপ্রিম কোর্ট বারের ২০১৪-১৫ বর্ষের কমিটি নির্বাচিত করবেন সমিতিতে ৪ হাজার ৫৪ জন ভোটার।

এবার সভাপতি পদে চারজন, দুই সহ-সভাপতি পদে চারজন, সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে তিনজন, দুই সহকারী সম্পাদক পদে পাঁচজন এবং সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) পক্ষে এবার প্রার্থী হয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। সম্পাদক পদের প্রার্থী হিসাবে তার সঙ্গে আছেন রবিউল আলম বুদু।

অন্যদিকে বিএনপি জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল ) এবার সভাপতি প্রার্থী বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

সম্পাদক পদে লড়ছেন বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

সভাপতি পদে দুই প্যানেলের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী আব্দুল মমিন চৌধুরী ও মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে লড়ছেন আবু ইয়াহিয়া দুলাল।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে আবুল খায়ের ও হোসনেয়ারা বেগম, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন, সহকারী সম্পাদক পদে মো. হাবিবুর রহমান দুলাল ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ।

সদস্য পদে প্রার্থী হয়েছেন- একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাশগুপ্ত, ফিরোজ আলম, গুলশানা বিনতে জামান, মো. আব্দুল আজিজ মিয়া (মিন্টু), মো. নওশের আলী মোল্লা, সালমা হাই তুনি।

অন্যদিকে বিএনপি জোট সমর্থিত নীল প্যানেলের অপর প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে মো. খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদি, কোষাধ্যক্ষ পদে মাসুদ আহমেদ সাইদ, সহকারী সম্পাদক পদে একেএম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার।

সদস্য পদে এ প্যানেল থেকে প্রার্থী রয়েছেন- আফসানা রশিদ শুভ্রা, মো. আসাদুজ্জামান আনসারী, মো. জাহাঙ্গীর জমাদার, মো. মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী, সালমা বেগম ও শামীমা আক্তার বানু।

দুই প্যানেলের বাইরে সহকারী সম্পাদক পদে এবিএম শফিকুল ইসলাম বিপ্লব, কোষাধ্যক্ষ পদে মো. আবুল হোসেন, সদস্য পদে মো. আবুল কালাম আজাদ, মো. হাবিবুর রহমান হাবিব প্রার্থী হয়েছেন।

গত নির্বাচনে  সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পায় বিএনপিপন্থী আইনজীবীরা।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.