আমাদের কথা খুঁজে নিন

   

বিনামুল্যে স্বাস্থসেবা চাই



আমরা দেশ টা কে স্বাধিন করেছিলাম একটা সপ্ন নিয়ে, দেশটা হবে সমাজতন্ত্রের আলোকে একটা welfare state. যেখানে মানুষ বিনামুল্যে বা সল্পমুল্যে শিক্ষা ও স্বাস্থসেবা পাবে। শিক্ষা ও স্বাস্থ মানুষের অধিকার, এটা কোন সুযোগের ব্যাপার না, মৌলিক অধিকার। রাশিয়া-পুর্ব ইওরোপ সহ সমগ্র ইওরোপে প্রায় সম্পুর্ন বিনামুল্যে শিক্ষা ও স্বাস্থসেবা পায়। (tax-vat একটু বেশী দেওয়ার বিনিময়ে)। মার্কিন যুক্তরাষ্টে সহনিয় মাত্রার health insurance premium এর মাধ্যমে সকল মানুষ স্বাস্থসেবা পায়। আমাদের দেশে(9% spend for healtcare from annual budget) সরকারি হাসপাতালে কোন treatment হয়না, Unicf এর দেওয়া মুল্যবান equipment এর বাক্সই খোলা হয় না বারান্দায় পড়েথেকে নষ্ট হয়, এগুলো চালু করলেই তো তাদের ব্যাবসা কমে যায়। সেই সরকারি ডাক্তারই হাসপাতালের বাইরে গিয়ে ব্যাবসাপ্রতিষ্টান তৈরি করে প্রচলিত বাজারমুল্যের ১০ গুন বেশি দামে সেবা বিক্রি করে। কেন ? কেন একজনকে Heart bypass operation করাতে জমিজমা বিক্রী করে সর্বসান্ত হতে হবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.