আমাদের কথা খুঁজে নিন

   

বিনামুল্যে e-book বুকের সিড়ি/ড়িভিড়ি।

স্বপ্ন দেখতে ভালবাসি, বাস্তবতা কঠিন...

আমরা মাঝে মোধ্যে ইন্টারনেটে ভিবিন্ন বই পড়ে থাকি, আর নেটে বসে বই পড়ার জন্যে সবচেয়ে জনপ্রিয় সাইট হল গুটেনবার্গ। যেখানে আপনি পাবেন তুমুল দুনিয়ার সব বিখ্যাত রাইটারদের বই। এই বই গুলো আপনি ইচ্ছে করলে কম্পিউটারে নামিয়ে রাখতে পারেন। তবে সবছেয়ে ভাল হত যদি বই গুলো সিড়ি অথবা ড়িভিড়ি আকারে পাওয়া যেত। আসলে সত্যিই এখন তা সম্ভব।

আর আপনি ঘরে বসেই প্রায় ১৮ হাজার বই এর সিড়ি অথবা ড়িভিড়ি পেতে পারেন, তাও আবার সম্পূর্ন বিনামূল্যে। প্রজেক্ট গুটেনবার্গ আপনার এই সপ্ন সত্যি করবে। এটি এমন একটি প্রজেক্ট যেখানে বিশ্বব্যাপি ই-বুকের প্রচলনের জন্যে সারা বিশ্বের আবেদন কারীদের কাছে পৌছে দিচ্ছে এসকল ই-বুক। আপনি ইচ্ছে করলে এখনই তাদের সাইটে গিয়ে আবেদন করতে পারেন। নিছে আমি সাইটটির ঠিকানা দিলাম।

এখানে রয়েছে দুটি অপশন একটি সিড়ি আরএকটি ড়িভিড়ি আপনি যেকোনটার জন্যে আবেদন করেতে পারেন। তবে একজন মাত্র একটি আবেদন করতে পারবেন, একাদিক আবেদন করলে সবগুলোই বতিল হবে। আপনি একটি ফরম পাবেন যেখানে আপনার পূর্ন ঠিকানা দিতে হবে। তবে সবছেয়ে ভাল হয় সংক্ষিপ্ত ঠিকানা দিলে। সবকিছু ঠিকঠাক ভাবে পূরন করুন।

ওরা আপনাকে জানাবে প্রায় ছয় মাস লাগতে পারে সিড়ি গুলো পেতে, তবে আমি মাত্র দৃ্ই মাসেই পেয়েছি.... সাইটটির জন্যে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.