আমাদের কথা খুঁজে নিন

   

পারদ জীবন আমার



এই নাও- দিয়ে দিলাম জীবনটাকে তোমার হাতের মুঠোয়। ইচ্ছে ঘূড়ির নাটাই হাতে তুমি খেলে যাও , আমার যাপিত জীবন। উড়িয়ে দাও দূর্বার ঘূর্ণিঝড়ে, ভাসিয়ে দাও ঘোর কৃষ্ণপক্ষের কুৎসিত উত্তাল সাগরে। নিঃশ্বেস করো নিকোটিনের কালো ধোঁয়ায়। ম্যাজিক- বল এই জীবন খেলে যাও তুমি তোমার চাওয়ায়। তুমি চাইলেই ঝড় হয়ে যায় স্নিগ্ধ কাশফুল। তুমি চাইলেই উত্তাল সাগরে ভেসে উঠে , জল কন্যা কালো মুক্তোর অলংকারে। তুমি চাইলেই নিকোটিন ধুম্রকুন্ডুলী মেঘমল্লার ঢোল বাজিয়ে ,ঝরে চলে অবিরাম মরুদ্যানে। জীবন আমার কিন্তু জিতে গেলে তুমি! জীবন আমার কিন্তু খেলে গেলে তুমি! প্রতিপক্ষহীন বিজয়ী খেলারুর কি এত বাহাদুরী! এক ফোঁটা, দুফোঁটা বিক্ষিপ্ত পারদ জীবন আমার, আবার মিলে যাচ্ছে পরিপূর্ণ একক জীবনে। মনে হয় তুমি হেরে গেলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।