আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন আপনার মোবাইলের কোয়ালিটি



আমরা আমাদের মোবাইলের কোয়ালিটি সম্পর্কে জানার জন্য *#06# ডায়াল করে IMEI (International Mobile Equipment Identity ) জেনে নিই । তার পর IMEI নাম্বারের সাত ও আট নাম্বার সংখ্যা দেখে কোয়ালিটি নির্বচন করি । কিন্তু সাত ও আট নাম্বার সংখ্যা দেখে সঠিকভারে কোয়ালিটি সম্পর্কে জানা সম্ভব নয় । International Numbering Plan এর ওয়েবসাইটের ডেইটাবেস থেকে আপনার মোবাইলের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন । এজন্য আপনাকে নিচের লিংকে গিয়ে Enter IMEI number below বক্সে আপনার IMEI নাম্বারটি বসান এবং analyse বাটনে ক্লিক করুন।আপনার মোবাইল সম্পর্কে তথ্য প্রদান করবে । Click This Link যদি প্রদত্ত তথ্য এবং আপনার মোবাইলের তথ্য মিলে যায় তাহলে বুঝবেন আপনার মোবাইলটি অরিজিনাল এবং এর কোয়ালিটি সাইটটিতে দেখানো কোয়ালিটির সমতূল্য । অনেক ক্ষেত্রে আপনার দেয়া IMEI এর সাথে সেটের মডেল নাম্বার কিংবা অনান্য তথ্যের মধ্যে মিল না থাকে তাহলে বুঝতে হবে আরনার সেটি আসল সেট নয় ।সাধারণত নকল সেটের ক্ষেত্রে মোবাইলের মডেলের নাম ( Mobile Equipment Type) কিংবা মোবাইল কোম্পানি( Type Allocation Holder) অন্য হয় অর্থ্যাৎ তার অন্য ভাল মোবাইলের IMEI ইউজ করে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.