আমাদের কথা খুঁজে নিন

   

মাছের কি জ্বর হয়?

আমি একজন মেকানিক্যাল ইন্জ্ঞিনিয়ার

মাছ শীতল-শোণিত প্রাণী। শীতল শোণিত কথার অর্থ এই নয় যে, মাছের রক্ত সব সময়ই ঠাণ্ডা থাকে। ওই কথার অর্থ হলো, এদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে মানিয়ে চলে। পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের শরীরেরও তাপমাত্রা বাড়বে। পানি সাধারণত ঠাণ্ডা হয় বলে মাছের শরীরের তাপমাত্রাও কম থাকে।

বাতাসের মতো পানিতেও নানা ধরনের অনুজীব রয়েছে, যেমন-ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। মাঝে মাঝে এই অনুজীবগুলো মাছের শরীরে ঢুকে পড়ে আশ্রয় নেয়। শরীরে বাইরের জীবাণু ঢুকলে আমাদের মতো মাছেরও শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন শরীরের তাপমাত্রা পরিবেশের পানির তাপমাত্রার চেয়ে বেশি হয়ে পড়ে। বাতাসে যেমন সব জায়গায় তাপমাত্রা সমান হয় না, তেমনি পানিতেও সব জায়গায় সমান তাপমাত্রা থাকে না।

গভীর পানিতে তাপমাত্রা কম এবং উপরের দিকে তাপমাত্রা বেশি থাকে। জীবাণুর আক্রমণে মাছের শরীরের তাপমাত্রা বেড়ে গেলে মাছ পানির উপর দিকে উঠে আসে। মাছ উষ্ণ তাপের পানিতে চলে এলেই শরীর এবং পরিবেশের তাপমাত্রা সমান হয়ে পড়ে। ফলে মাছ অনেকটা আরাম পায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।