আমাদের কথা খুঁজে নিন

   

মাছের নাম গরু পুইয়া

মহলদার
গরু পুইয়া মাছ অঞ্চলভেদে পৈয়া, ঘর পৈয়া, পাহাড়ি গুতুম কিংবা পুইয়া নামে পরিচিত। Cobitidae পরিবার এবং Cypriniformes বর্গের অন্তর্গত মাছটির বৈজ্ঞানিক নাম Somileptes gongota। মাছটির সর্বোচ্চ দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মাছটি বালু, নুড়ি কিংবা কাদাযুক্ত অগভীর ধীর প্রবাহমান নদীতে বাস করে। এর চোখ বড় ও উপরে উঠানো।

শরীরের উপরিভাগ সবুজাভ, নিচের দিক হলুদাভ সাদা। দেহের উপরে দাগ থাকে এবং দেহে ক্ষুদ্রাকৃতির আঁইশ থাকে। মাছটি ভারতে এবং বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশে ময়মনসিংহ, সিলেট, দিনাজপুর এবং রংপুর অঞ্চলে পাওয়া যায়। তবে মাছটি এখন তেমন চোখে পড়েনা।

তথ্য সহায়তা- ইন্টারনেট, Freshwater Fishes of Bangladesh-A.K. Ataur Rahman ছবি- নিজের তোলা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।