আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজির ভাড়া


আজ সন্ধ্যায় বের হয়েছি। বের হ'বার আগেই চিন্তা থাকে- ঠিকমতো অল্পসময়ে কোন বাহন পাবো তো! ট্যাক্সি পাওয়া তো দুর্লভ! সিএনজি, শেষ ভরসা মিশুক। সব রাস্তায় রিক্সা চলে না। আবার সব জায়গায় বাস সম্ভব না। যাক বের হয়েই দেখি, সামনেই এক সিএনজি ওয়ালা বসে আছে।

জিজ্ঞাসা করলাম, খেপ আছে? বললো না। বললাম, কাছেই যাবো। রিক্সা চলে নাতো তাই। বললো, ৫০ টাকা। ঠিক আছে।

বলে উঠলাম। রিক্সায় ১০ টাকার ভাড়া। সিএনজির ভাড়া স্বাভাবিক মিটারে হলে ১৬ টাকা থাকলেও থাকতে পারতো। কি আর করা! ভাবছিলাম, সাম্প্রতিককালে সিএনজির লাগামহীন ভাড়া যে হারে গোটা গোটা দিচ্ছি তাতে সামনে কি হবে? তার ওপর ভাড়া বাড়িয়ে এর দর আরো বাড়লো নয় কি? গ্যাস ষ্টেশনে বিরতি চলে, গ্যাস পেতে দীর্ঘ লাইন, মহাজনের জমা বেশী, রাস্তায় জ্যাম এর খেসারত তো দিচ্ছিই। তার ওপর নতুন ভাড়ার হার।

যদি সব নিয়মমতো হতো, মিটারে চলতো, তাহলে এক কথা ছিল। কিন্তু, ক্বচিৎ কখনো ট্রাফিক ধরলেও মিটারে তো চলে না সিএনজি, তাহলে আর কতো বাড়িয়ে ভাড়া দেবে স বাই? এসব লিখছি, অন্যরাও বলছে, লিখছে। কিন্তু, যে ভাড়া সিএনজিওয়ালারা চায় তা' দিয়ে আমাদের চলতে হচ্ছে। কারন, আমাদের যে চলাচল করতেই হয়।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.