আমাদের কথা খুঁজে নিন

   

নিজের জ্ঞানের পরিধির অবস্থানটা সত্যিকার ভাবে চিনতে পারছি.......ধন্যবাদ সামহোয়ার ইন ব্লগ ধন্যবাদ...

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই

আমি দেশের মোটামুটি জানা শোনা একটা স্বায়ত্বশাসিত কোম্পানীতে ২০০৬ সালে ডাটা এন্ট্রি অপারেটর (কাজ করায় কম্পিউটার অপারেটরের এবং মাঝে মাসে অফিসারেরও) হিসাবে জয়েনকরি...পরে জানতে পারি আমি আমার ব্যাচে রিটেন ও ভাইভাতে প্রথম হয়ে চাকরি পেয়েছি... সেই সুত্রে আমার ব্যাচের আমিই একমাত্র যাকে দুইটা কম্পিউটার সামলাতে হয় (কাজের ৯৫% মাইক্রোসফট ওয়ার্ড).......আবার কিছুটা কদর পেতাম.....আমি যে ফ্লোরে বসি সেখানের কোন কম্পিউটারে প্রবলেমেটিক সমস্যা হলেই আমার ডাক পড়তো....আমি জানি আমার কম্পি্উটার দৌড় তাই ভয় পেলেও ভয়ে ভয়েই ছুটে যেতাম সাহায্যের জন্য...নিয়মিত চোখ রাখতাম প্রথম-আলোর কম্পিউটার প্রতিদিনের পাতায়..... কিন্তু সামহোয়ার ইন ব্লগ-এ ঢুকে আমি নিজের জ্ঞানের পরিধির অবস্থানটা সত্যিকার ভাবে চিনতে পারছি বুঝতে পারছি আমি কিছুই জানিনা....তবে জানতে চাই অনেককিছু.....ধন্যবাদ সামহোয়ার ইন ব্লগ.....ধন্যবাদ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.