আমাদের কথা খুঁজে নিন

   

সোয়েটার গার্মেন্টস কারখানার শ্রমিক এবং

একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।

ছবি পিটিবি নিউজের সৌজন্যে আবার গাজীপুরের দুইটি গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে। সরকার এত সতর্ক থাকার পরও এবার শ্রমিক বিক্ষুব্ধ হলো।

এ মাস থেকে নীট ও ওভেন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধি হচ্ছে। কিন্তু সম্প্রতি কারখানা সমুহে শ্রমিকরা বেশি বিক্ষুব্ধ হয়, সেই সোয়েটার কারখানায় শ্রমিকদের সম্পর্ক কিছুই বলা হয়নি। ন্যূনতম মজুরি বোর্ডে কোন কথা বলা হয়নি। (যদিও গেজেটে প্রকাশ হয়নি) আজকেও যে কারণে অসন্তোষ হয়েছে একই কারণ। শ্রমিকরা গত মাসে যে রেটে কাজ করেছে।

একই কাজে কম রেট ধাহ্য করায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। তারপর যথারীতি---------- সোয়েটার কারখানার শ্রমিকদের বেতনের ব্যাপারে কোন চিন্তাই সরকার করছে না। মালিকও করছে না। বরং মালিকরা তো পারলে আরো উল্টো কাজ করছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।