আমাদের কথা খুঁজে নিন

   

সোয়েটার সরিয়ে ঝুট, দুজন পাকড়াও

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
আটকরা হলেন কভার্ডভ্যানের চালক রাসেল ও তার সহকারী রুবেল।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, রোববার সকালে গাজীপুরের ‘ডটকম সোয়েটার লিমিটেড’ নামের কারখানা থেকে রপ্তানির জন্য সোয়েটার নিয়ে এনি কার্গো সার্ভিস পরিবহনের তিনটি কভার্ডভ্যানে চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। দুটি কর্ভাডভ্যান বন্দরে পৌঁছলেও একটি পাওয়া যায়নি। মালিকপক্ষ কভার্ডভ্যান চালকের মোবাইল ফোনে যোগাযোগ করে তা বন্ধ পায়।


পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে সোনারগাঁও থানা পুলিশের একটি দল মেঘনাঘাট এলাকায় তল্লাশি চালিয়ে কর্ভাভ্যানটিকে আটক করে।
জিজ্ঞাসাবাদে কভার্ডভ্যানের চালক রাসেল ও সহকারী রুবেল জানান, মালগুলো নিয়ে বন্দরে যাওয়ার কথা থাকলেও তারা সরাসরি সেখানে না গিয়ে আশুলিয়ার জিরাবো বাজার এলাকায় একটি গুদামে যান। সেখানে কৌশলে কভার্ডভ্যানের দরজা খুলে ১৭০ কার্টনের মধ্যে ১০০ কার্টনের পণ্য সরিয়ে সেখানে ঝুট ভরে আগের মতো প্যাকিং করে আবার চট্টগ্রাম রওয়ানা হয়।
ডটকম সোয়েটার লিমিটেড কারখানার ম্যানেজার ফিনান্স ও কর্মাশিয়াল (প্রশাসন) হুমায়ুন কবির জানান, যুক্তরাষ্ট্রের এই ক্রেতা আমাদের প্রতিষ্ঠানে এক মিলিয়ন ডলারের অর্ডার করেছে। ওই অর্ডারের প্রথম ধাপে তিনটি কভার্ডভ্যানে তিন লাখ ডলারের পণ্য শিপমেন্টের জন্য পাঠানো হয়।


এই ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে রাসেল (২২), রুবেল (১৮), খায়ের উদ্দিন (৪০), জনি (৩০) রাজু ওরফে রাজীব ও হারুনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বিকেএমইএ প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম জানান, রপ্তানিমুখী তৈরি পোশাক পরিবহনের নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।