আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশোধ



কর আমায় ক্ষমা... যত ভুল ভ্রান্তি ছিল জমা । ছোট ছিলাম ,কেমন করে বড় হলাম, চক্ষু দুইটা ফুটার আগেই, আমি বেকুব প্রেমে পড়লাম । প্রেম ছিল না সেটা ছিল মাইনকার এক্কান চিপা, কেও ছিল না ,সে ছিল আমার পাশের বারির নিপা । হাটতে শিখার আগেই আমি হলাম ভীষণ একা, বেশ কিছু না ,সেটা ছিল আমার প্রথম ছেকা । কি আর করা,কলম ছিল, তুলে নিলাম হাতে, মনে মনে কিছু না হই,কবি হব তাতে । বুকে বেঝায় কস্ট নিয়ে দিয়েছিলুম মেট্টিক, দোয়া করবেন এবার ফেলে হবে আমার হেট্টিক । কস্ট আমার নেই মোটেও,ফেল করেছি তাতে, বাবা আমার বলেছে রবীন্দ্রনাথ হওয়া ্যায় এতে । কস্ট লাগে যখন ভাবি আমার ভুল গুলি, ইচ্ছে হয় ছিরে ফেলি মাথার চুল গুলি । প্রেম কর না, সবার কাছে এটাই অনুরোধ, প্রেমের উপ র এটাই আমার প্রথম প্রতিশোধ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।