আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশোধ !

এখানে যে কি থাকবে তা নিজেই জানি না। আমি যে স্টেশন থেকে প্রথম ট্রেনে চড়া শিখলাম , সে স্টেশন সম্পর্কে বললাম , ট্রেনে চড়ে আর যে স্টেশনেই থামি , এখানে আর থামব না । বিভিন্ন স্টেশনে গেলাম । সাময়িকভাবে থামলাম । মনে ধরল না ।

শেষ সিদ্ধান্ত নিয়ে নিলাম ঐ স্টেশনেই যেয়ে থামব । স্টেশনে পৌছানোর বেশ কিছু দূর আগে ট্রেন থেমে গেল । সমস্যা কি ? বড় ধরনের লাইন ভাঙ্গা । বুঝলাম এ আর কিছুই নয় , ঐ স্টেশন , তার প্রতি আমার অবহেলার প্রতিশোধ নিচ্ছে । লাইন ভাঙ্গাটা তারই উদাহরন স্বরুপ ।

কিন্তু এ আর কতক্ষণ ? আমি যে শেষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি । তোমাকে আমার করে নেবই । একবার ভুল করেছি , আর নয় । সে যত বাধাঁই দাও না কেন ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।