আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পুনর্মিলনী

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী। ১৮৬৯ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়া পর থেকে ১৪৪ বছরে এসে আজ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রীদের ঢল নেমেছিল। পুনর্মিলনী উপেক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, সিভিল সার্জন খলিলুর রহমান, জেলা শিক্ষা অফিসার ছামছুল আলম, প্রাক্তণ ছাত্রী (১৯৫৩ ব্যাচ) তালে আফরোজ বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রাক্তণ ছাত্রী (১৯৬৪ ব্যাচ) ড. তাজমেরী সেলিমা আখতার তালুকদার।

আলোচনা সভা শেষে বাঁধভাঙ্গা আনন্দে মেতে ওঠেন দীর্ঘদিন পর ফিরে আসা স্কুলের প্রাক্তণ ছাত্রীরা। স্কুলের প্রাক্তণ ছাত্রী মৌসুমী সোবহান ইতি (১৯৯৫ ব্যাচ) জানান, স্কুলে পা দিয়েই আমার মনে হচ্ছিল নতুন করে জন্ম নিলাম। পুরনো সাথীদের সাথে দেখা সাক্ষাতের পর খুবই ভালো লাগছে। স্কুল জীবনের স্মৃতি প্রায়ই মনে পড়ে। বালিকা বেলার সেই সব স্মৃতি নিজ হাতে ছুঁয়ে দিচ্ছি।

প্রাক্তণ ছাত্রী পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বাক রওশন আরা বেগম (ব্যাচ-১৯৬৩) জানান, সময় আমাদেরকে অনেক দূরে সরে নিয়ে যায়। কিন্তু বেড়ে ওঠার স্মৃতি বার বার কাছে টানে। এই কাছে টানা থেকে আমরা প্রাক্তণ ছাত্রীরা মিলিত হয়েছি। অনেকদিন পর সেই সহপাঠীদের দেখে আজ আমরা আনন্দিত।

এদিকে, দিনব্যপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ষভিত্তিক পরিচিতি, পুরনো কথা বিনিময়,  স্কুলের সুখ স্মৃতিচারণ, স্মৃতি চারণ করে বিকেলে আনুষ্ঠানিকভাবে শেষ করা হয় প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী ২০১৩।

 উল্লেখ্য, বগুড়া সরকারী বালিকা বিদ্যালয়টি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬২ সালে সরকারীকরণ করা হয়।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।