আমাদের কথা খুঁজে নিন

   

সচিত্র বগুড়া শহর-১

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

আমার নিজ জেলা শহর বগুড়া। বগুড়া হল উত্তরবঙ্গের প্রবেশদ্বার।প্রায় ১৬টি জেলার যাতায়াত এই বগুড়ার উপড় নির্ভরশীল। অতিতে এই শহরের বানিজ্যিক পরিচয়ে বিখ্যাত হলেও এখন আর তেমন কল-কারখানা নাই! হাতে গোনা কয়েকটি এখনও সেই অতীতকেই যেন জানান দিচ্ছে! তবে বগুড়া বিখ্যাত তার অতুলনীয় দই নিয়ে। এছাড়া আছে কয়েকটি সরকারী ও বেসরকারী কলেজ। আছে একটা আধুনিক ৫০০শয্যার হাসপাতাল (শহীদ জিয়াউর রহমান কলেজ ও হাসপাতাল), একটি আন্তর্জাতিক ক্রিকেট স্ট্যাডিয়াম (শহীদ চান্দু স্ট্যাডিয়াম), একটি আন্তর্জাতিক মানের ৪-স্টার হোটেল (নাজ গার্ডেন).......প্যালেস মিউজিয়াম, কারুপল্লী ইত্যাদি! যারা কখনও বগুড়া শহরে ভ্রমন করেন নি, তারা অনেক কিছু মিস করেছেন। যাহোক আসলক কথায় আসি....... সামহোঃ ইনঃ এনে আসার পর থেকেই আমার ইচ্ছা ছিল নিজ শহর কে নিয়ে পোষ্ট করার, কিন্তু তা সময়ের অভাবে আর হয়ে ওঠছিল না! কিন্তু এবার বাসায় বেড়াতে গিয়ে কিছু ছবি তুলেছি বগুড়া শহরের তা আপনাদের সাথে শেয়ার করতে এখানে দিলাম.................... ..........।পরের কিস্তিগুলিতে আশা করি আরো ছবি দিতে পারব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.