আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা দিনগুলি.................

যতটুকু আছে সব উজার করে দেব...............

প্রবাস জীবন বড়ই বেদনাদায়ক। এখন সারাখন ফেলে আসা দিনগুলির কথাই মনে পড়ে। সন্ধ্যা হলেই নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা, চা খাওয়া, ১টা সিগাটের ২/৩ জনে ভাগ করে খাওয়া, কারনে অকারনে বিভিন্ন বিষয়ে তর্ক, বেশ ভালোই লাগতো। বন্ধুরা সবাই মিলে ঘুড়তে যাওয়া, ৩ মটর সাইকেলে ৯ জন অথবা ৪ মটর সাইকেলে ১২ জন মিলে শহরতলীতে ঘুড়ে বেড়ানো, কখনো বা লং ড্রাইভে যাওয়া, কি মধুর সময় ছিল। আর এখানে, যারা কাজ করে, তারা সোম থেকে শুক্র, সকাল ৭টায় ঘর থেকে বের হয় আর রাত ৮/৯ টায় ঘরে ফেরে। রুটিন করা একই জীবন। মাঝে মাঝে বড় একঘেয়ে মনে হয়। দেশে ফেলে আসা বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন এর বিরহ যে কত কষ্টের, তা ভুক্তভুগী ছাড়া আর কেউ জানেনা। আমি সবাইকে অনুরোধ করবো, দেশে যদি সামান্য ডাল ভাতেরও ব্যবস্থা করা যায়, তাহলে কেউ যেন বিদশ না আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।