আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা ছবিখান দেখে বলেন, এটা কি ইভটিজিং এর মধ্যে পরে কি না??

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

কোনটি বেশি মারাত্বক, ইভটিজিং না কি এই ধরনের বিবাহ?? আমরা বিবেকবান ব্যাক্তিগন সবসময়ই যৌতুক নিয়ে বিবাহের ব্যাপারে কথা বলি। আজ কাল ইবভটিজিং নিয়েও বেশ হৈচৈ করছি। কিন্তু কখনো কি ঐ সমস্ত বিবাহ বন্ধনের ব্যাপারে চিন্তা করছি, যেখানে মেয়ের বয়স ২০-২২ কিন্ত ছেলের বয়স ৪০ কিন্তু টাকা পয়সা ওয়ালা। এ ধরনের বিবাহ আমাদের সমাজে অহরহ ঘটছে। একজন মাস্টার্স পাশ ছেলে বিবাহের জন্য মেয়ে পাচ্ছে না কিন্তু বিদেশে থাকে লক্ষ লক্ষ টাকা আছে এমন বৃদ্ব ছেলের পিছনে সুন্দরি মেয়েদের লাইন। এতে কি শিক্ষাকে অপমান করা হচ্চে না? এই সমস্ত বিয়ে কি কখনো সুখের হয়? ৫/১০ বছর পর যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েটির যে কষ্ঠ ও অপমান হয় সেটাকে কি নাম দিবেন? এটা সমাজ থেকে দুর করা কি প্রয়োজন নয়???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।