আমাদের কথা খুঁজে নিন

   

লেটেষ্ট cyberlink power dvd 13 সহ smithmicro motion artist এবং…… (সব বলা কি ঠিক?)

সবাইকে সালাম ও শুভেচ্ছা। ঈদ শুভেচ্ছা সবাইকে। যদিও ঈদ শেষ হয়েছে কিন্তু এর আমেজটা থেকে যাবে দীর্ঘদিন। অনেকেই হয়ত গ্রামের বাড়িতে গেছেন ঈদ করতে। ঈদের পাশাপাশি সে এক অন্যরকম আনন্দ।

এভাবেই সুন্দর কাটুক সবার স্বর্ণালী দিনগুলো। পুনরায় শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।
গত কয়েকটি টিউনে shareblu.eu থেকে আপনাদের ডাউনলোডের অসুবিধার কথা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি মিডিয়াফায়ারে আপলোড করতে পারি কারন আগামী ডিসেম্বর পর্যন্ত মিডিয়াফায়ার পার্সোনাল আমার রেজিষ্ট্রেশন করা আছে। কিন্তু সমস্যা হলো আপলোডের কিছুক্ষন পরেই মিডিয়াফায়ার তা ডিলেট করে দেয়।

শুধু আমি ডাউনলোড করতে পারি। তো এত কষ্ট করে শেয়ার করে তা যদি ডিলেট করে দেয় তবে টিউনটি হয়ে পড়ে অর্থহীন। আগামীতে যারাই টিউনটি ভিজিট করবে বা ডাউনলোড করতে চাইবে সেক্ষেত্রে তারা শুধু লেখাগুলোই পাবে,ডাউনলোডের কিছু পাবে না। আর সেকারনে অন্য ফাইল শেয়ারিং সাইটগুলোতে ডাউনলোডের সাময়িক অসুবিধা হলেও আগে পরে ডাউনলোড তো করা যায়। শর্বশেষ টিউন adobe photoshop cc 14 এর একটা স্ক্রীনশট দেখা যাক।


প্রথম পার্ট ১৪৪ জন ডাউনলোড করেছেন। পরের পার্টগুলো ক্রমান্বয়ে ৮২,৭০,৬২ এবং ৫৪ জন ডাউনলোড করেছেন। ডাউনলোডকারির সংখ্যা অনেক বেশী নয় কিন্তু ডাউনলোড তো করেছেন সমস্যা ছাড়া। হয়ত সার্ভার ডাউনের কারনে একসঙ্গে সকলেই ডাউনলোড করতে পারেন না কিন্তু ধীরে ধীরে কিন্তু করতে পারেন। যাইহোক আপনাদের সমস্যাটাকেই প্রধান হিসেবে ধরে পুনরায় প্রত্যাবর্তন করছি fileswap এ ।

ডাউনলোড কেমন হয়,sherebluর চেয়ে ভালো কি না ইত্যাদি আমাকে জানালে বুঝতে সুবিধা হতো। জানার অপেক্ষায় রইলাম। শ্রু করছি আজকের টিউন।
অতীতে কোনএক ভার্সন শেয়ার করেছিলাম। খুব সম্ভব ১০ কিংবা ১১ ।

যাইহোক আমি সার্চবক্সে সার্চ করে ১৩ নিয়ে কোন টিউন পেলাম না আর তাই শেয়ার করার সিদ্ধান্ত নিয়ে নিলাম সাথে সাথে। প্রথম নামিয়েছিলাম (কি)জেন সহ ফুল ভার্সন core বাবাজির কাছ থেকে। কিন্তু গতকাল থেকে অনেক চেষ্টা করেও ফুলভার্সন করতে পারলাম না। সবকিছু ওকে হয় কিন্তু অবশেষে বলে সার্ভার বন্ধের কারনে এক্টিভেট হচ্ছে না। ইন্টারনেট কানেকশন চেক করুন।

আপাতত ৩০ দিনের ট্রায়াল ভার্সন দেয়া হলো। আমি দমাবার পাত্র নই। এলাইন থেকে ওলাইন,এঘাট থেকে ওঘাট ঘুড়ে অবশেষে পেয়ে গেলাম প্রিএক্টিভেট করা ফুলভার্সন  সফটওয়্যার। প্রিএক্টিভেট হচ্ছে যা ফুলভার্সন করাই আছে আপনি শুধু ইন্সটল করবেন। (সি)রিয়াল,(পা)সওয়ার্ড কিছুই চাইবে না।



সাধারন ভিডিও যেমন dvx,avi,mp4,wmv ছাড়াও blu ray 3d,mkv কিংবা নর্মাল 3D ভিডিও মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও গত ভার্সনের তুলনায় হয়ত যোগ করা হয়েছে আরো নতুন কিছু যা জানতে আপনাকে কষ্ট করে এখানে ক্লিক করতে হবে। দারুন এই মিডিয়াপ্লেয়ারটি যে অনেকেরই পছন্দ তা আর বলার অপেক্ষা রাখে না। যাইহোক আপনাদের সুবিধার জন্য আমি fileswap এবং copy.com এ আপলোড করেছি। নামিয়ে নিন সুবিধামত।

সাইজ ১৮৫ মেগাবাইট। আমি কিন্তু নামিয়েছি ২২৬ মেগাবাইট যা থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ১৮৫ করা হয়েছে আপনাদের ডাউনলোডের সুবিধার্থে।
ডাউনলোড FILESWAP
অথবা
ডাউনলোড COPY
ফাইল ওপেন করুন। ভিতরে দেখুন setup এবং setup.exe আছে। আপনি setup.exe থেকে ইন্সটল শুরু করুন।



স্বাভাবীকভাবে সবকিছু হয়ে গেলে ব্যবহার শুরু করুন। আপনার কাছে (সি)রিয়াল,(পা)সওয়ার্ড কিছুই চাইবে না।

বলার আর কিছুই নেই,কাহিনী এখানেই শেষ।

কমিকস থেকে এনিমেশন কার্টুন তৈরীর সফটওয়্যার। উপরে তো লেখাই আছে দেখুন imagine it,create it,movie it.এক কথায় সব কথা।

তারপরেও আরো বিশেষভাবে বোঝার জন্য ইউটিউবের একটা লিঙ্ক শেয়ার করছি। দেখুন এটি দিয়ে কি তৈরী করতে পারবেন।
http://www.youtube.com/watch?v=ARMz41Gorq4&feature=share&list=PL02E95F24E2EB76C1
যারা আগ্রহী তারা প্রথমে সবকিছু জেনে নিতে পারেন এই লিঙ্ক থেকে। এরপর যদি ভালো মনে করেন তবে না মিয়ে নিতে পারেন ১২২ মেগাবাইটের এই এনিমেশন মেকার সফটওয়্যারটি।
ডাউনলোড FILESWAP
অথবা

ডাউনলোড COPY
ডাউনলোড শেষ হলে ইন্সটল করে ফেলুন।

নোটপ্যাডে কিছু দেয়া আছে যা দিয়ে করে ফেলুন ফুলভার্সন। আর হ্যাঁ যারা শেখার জন্য ভিডিও টিউটোরিয়াল দেখতে চান তারা এখানে ক্লিক করুন।
আশা করছি আপনারা সুন্দর কিছু তৈরী করতে পারবেন। আমরা সবসময়ই সুন্দর কিছুর প্রতিক্ষায়।

অনেক কিছু বলবো না এবং বলতেও চাই না কারন আমি জানি আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন এবং বোঝেন।

টেকটিউনস ভিজিটরদের এটি একটি দারুন গুন যে তারা অল্প সময়েই অনেক কিছু বুঝে ফেলে। আমি আশাবাদী। অল্প কথায় কিছু বলছি। পিডিএফ ফাইলগুলোকে এক ক্লিকে মার্জ মানে জোড়া লাগাতে পারবেন। ছবি দেখুন।



প্রথমে মার্ক করে নিন কোন কোন পিডিএফ আপনি জোড়া লাগাবেন। এরপর combine to pdf এ ক্লিক করুন দেখুন কি হয়। ভাবছেন শুধু পিডিএফ নিয়ে এত বাহাদূরি?না আরো আছে।



হ্যাঁ ছবিতে দেখানো সবকাজ আপনি করতে পারবেন। যারা আরো বিস্তারীত জানতে আগ্রহী তারা আস্তে করে এখানে ক্লিক করুন।

যদি সব জেনে থাকেন তবে এগিয়ে আসুন মাত্র ৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোডের জন্য।
ডাউনলোড FILESWAP
অথবা
ডাউনলোড COPY
ইন্সটল করুন। নোট প্যাডে যা দেয়া আছে কপি/পেষ্ট করুন। বুঝে নিন ফুল ভার্সন।


আপনাদের সুবিধার কথা বিবেচনা করে এখানে দু'টি ফাইল শেয়ারিং সাইটে আপলোড করেছি।

আমি পরামর্শ দেবো সবাইকে copy থেকে ডাউনলোড করার জন্য। যদি সমস্যা হয় তবে fileswap ব্যবহার করতে পারেন। কারন আমি বুঝতে চাই আসলে কোনটা ভালো আপনাদের জন্য। আমার জন্য আপলোড কোন সমস্যা নয়। সমস্যা হলো আপনাদের ডাউনলোড নিয়ে।

আমরা সর্বোচ্চ ভালোটাই তো বেছে নেবো নাকি?সেক্ষেত্রে আপনাদের সাহায্য দরকার। দয়া করে জানাবেন copy থেকে কেমন ডাউনলোড করতে পারলেন। যদি আশানুরুন সাড়া না পাই তবে আগামী থেকে fileswap বেছে নেয়া হবে। আর হ্যাঁ আমি জানি না copy.com সাইটটি টেকটিউনস বান্ধব কি না। মানে এফিলিয়েট নাকি যেন বলে ওইসব সাইট কি না।

যদি টেকটিউনস বান্ধব না হয় তবে আমাকে জানালে লিঙ্কগুলো ডিলেট করে দেবো কিংবা মডারেটরও তা করতে পারেন। শুভ কামনা সবার জন্য ||| আল্লাহ হাফেজ |||


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.