আমাদের কথা খুঁজে নিন

   

নিশীথের নীলে নীল স্বপ্ন....

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
একদশক আগেই নির্ঘুম রাতকন্যার মধ্য নিশীথের নীলে ভাব হয়ে গেলে স্বেচ্ছায় বন্দিনী জীবনের সূ্ত্রপাত । কন্যার উর্বর ফসলী মনের জমিনে খুব যত্নে নীল কষ্টের জলে বেড়ে উঠে অচিন আগাছার গোছা। ওৎ পেতে থাকা হিংস্র নিঃসঙ্গতার, ভয়ংকর অট্টহাসির দাপটে ধ্বংস হয় পরিপূর্ণ নিষ্কলঙ্ক চরিত্রের দৃশ্যপট। নামানুষের আদলে আসে নির্বাসনী মন, খাবলে খেতে চায়, রক্তাক্ত করতে চায় সমস্ত মাখন নরম স্বপ্ন শরীর । সুঁই সুতোর সঙ্গমে উঠে আসে স্বপ্ন। সেই ধার করা স্বপ্নফড়িং জীবন এখন, অব্যবহৃত ছেঁড়া নকশীকাঁথার নকশী। সময় বয়ে যায় বাস্তবতার হাত ধরে অবসন্ন চিন্তার বংস বিস্তারে ভারি হয় অতি সদাশয় হৃদয়ের বাম পাশ। রাতকন্যার নীলচে অভিমানের দৃঢ়তায় সুস্পষ্ট ঘৃণার ছাপ পড়ে উচ্চাকাঙ্ক্ষার পীঠে চন্দ্রগ্রহণে পরিসমাপ্তি নামে এক স্বর্গমন জীবনের।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।