আমাদের কথা খুঁজে নিন

   

নিশীথের কড়চা

মাটি ও মানুষের বন্দনায়...

নির্ঘুম রাত কাটাচ্ছি। অনেক এলোমেলো ভাবনা উকি মারছে নিরবে। কিন্তু ভাবনা গুলোকে গুছিয়ে নিতে পারছি না। এ অক্ষমতা বড় মধুময়। অক্ষম নিজেকে আবিষ্কার ব্যাথার সন্চার করে।

তবে এ মুহুর্তে তা আনন্দ দিচ্ছে। মানুষ বেচে থাকে আশায়। চরম নিরাশা চরম আধাঁরে নিয়ে ছাড়ে। তবু একটুকরো আলো খুজে পেতে মরিয়া মানুষ। কখনো হন্যে হয়ে বেমালুম ভুলে বসে স্বকীয় মূল্যবোধ।

আর আধাঁর চাই না। চাই না হতাশা। ভালবাসার পুন্যতায় সিক্ত হোক এভূমি। কাটতে চায় না আধাঁর। পূবাকাশে সূর্যোদয়ের আভা দৃশ্যমান হলেও সূর্য অদেখা রয়ে যাচ্ছে।

তবু জেগে আছি, নিরাশ হচ্ছি না। আমি আজ নির্ভয়। কোন পিছু টান নেই। নেই কিছু হারাবার ভয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।