আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট দল নির্বাচকদের মধুর বিপদ !



বাংলাদেশের ক্রিকেটের এখন দারুন সুদিন। কিউইদের বাংলা ওয়াশের তরতাজা স্মৃতির সাথে যুক্ত হয়েছে জাতীয় লীগে তারকা ক্রিকেটারদের দুর্দান্ত পারফমেন্স। জিম্বাবুয়ে দলের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে ২০ জনের প্রাথমিক দল কাল থেকে নামবে অনুশীলনে। কিন্তু চূড়ান্ত দল ঘোষণা করতে গিয়ে নির্বাচকরা যে বিপদে পড়তে চলেছেন তা নিশ্চিত। ওপেনিংয়ে তামিম ফিরছেন।

শাহরিয়ার নাফিস কিউইদের সাথে এক ম্যাচে ম্যাচ সেরা হয়ে নিজের জায়গা ধরে রাখার জোর দাবী প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তার ওপর জাতীয় লীগের তিন ম্যাচে ৫, ৪২ এবং অপরাজিত ৮০ রান করে জানান দিলেন তিনি নিয়তিম রান করতে পারছেন। তামিম-ইমরুল ওপেনিং জুটি বাংলাদেশকে নিয়মিতই ভালো সূচনা দিচ্ছে। তাহলে ওপেন করার জন্য নির্বাচকরা কোন দুই জনকে বেছে নেবেন? এরপর ব্যাটিংয়ের জন্য ভাবনা। জুনাঈদ শেষ ম্যাচে করেছেন ৫৫ রান।

যে রাকিবুলকে নিয়ে আমাদের ক্রোধের শেষ নেই সেই রাকিবুল শেষ দুই ম্যাচে করেছেন অপরাজিত ৯০ আর অপরাজিত ১০১ ! যে আশরাফুলের ফর্মের খোঁজে চান মিয়ার মত তারকা ডুবুরি নামিয়েও ফর্মের কোন খোঁজ মিলছিলো না, যিনি এক ম্যাচে ভালো খেলে ১২/১৪ ম্যাচে ঘুমিয়ে থাকেন সেই আশরাফুল লঙ্গার ভারশনে সেঞ্চুরীর পর তিনটি এক দিনের ম্যাচে করেছেন ৪০, অপরাজিত ৬৬ এবং ৬৩ রান। ধারাবাহিকতার দারুন নজীর ! মুশফিকের ব্যাট কথা বলতে চাচ্ছিলো না কিছু দিন ধরে। সেই মুশফিক করেছেন ৯৩ এবং ৭২ রান। রিয়াদ করছেন ৫২, অপরাজিত ৭ আর ১১৬ ! নাঈম করেছেন করেছেন ৩৩ আর অপরাজিত ১১৩ ! জহুরুল করেছেন ৫০, ২৩ আর ১৬। সাকিব আল হাসান তো আছেনই ! কিভাবে ঠিক করবেন টপ অর্ডারের বাকী অংশ আর মিডল/লোয়ার মিডল অর্ডার ? শুধু বোলিং দিয়ে কিউইদের ধোলাই করেছি একথা বলে দেয়া যায় অনায়াসে।

মাশরাফি আর নাজমুল খেলতে পারেননি জাতীয় লীগে। বাকী যারা ভেট্টোরীদের নাকের পানি চোখের পানি এক করে ফেলেছেন তারাও মাঠে নেমে তার চিহ্ণ ঠিকই রেখেছেন। রুবেল এক ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন। শুভ ৩ ম্যাচে ৪টি, রাজ্জাক ৩ ম্যাচে ৩টি, সফিউল ৩ ম্যাচে ৩টি, শাহাদাত ৩ ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন। বোলিং লাইন আপে কাকে রেখে কাকে নেবেন আকরাম খানরা ? নির্বাচকরা মূলত: দল নির্বাচনে এ রকম মধুর বিপদে পড়তেই ভালোবাসেন।

প্রতিটি জায়গার জন্য যখন অনেক পারফর্মার দারুন প্রতিযোগিতায় নামেন তখন নির্বাচকদের ভাবনায় চুল পাকার দশা হয়-কাকে রেখে কাকে নেবেন ? আকরাম খানরা এখন সেই বিপদের সম্মুখীন ! খুব ভালো যাচ্ছে আমাদের ক্রিকেটীয় দিনকাল !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.