আমাদের কথা খুঁজে নিন

   

উক্ত যমজ ঘোর



আমাকে ওষুধি দিও, বনজ অহংকার আর মাতাল ভোরমালা গলে নিয়ে যে সন্ন্যাসী বিহারে বেরোয়, তার হাতে হাত রাখা নদীর মতো দিও স্রোত। আকুতির মধ্যরাত , হে পরম পৃথিবী দিও জলজ জোসনা, যে প্রতিম প্লাবনে নক্ষত্রও ডানে ভেসে যায়। আমাকে আঁধার দিও, প্রার্থনার অজস্র প্রহরে অনুক্ত চাঁদের ছটা মিশিয়ে দিও প্রতিমার বুকে। চুম্বনের চতুর্দশী ঘোর গায়ে মেখে আসন্ন পৌষ যেভাবে বসন্তের বাতায়ন বুনে ,অনেকটা তার মতোই দিও সাহসের ডালপালা ,বৃক্ষের সবুজ নিরিখে দৃষ্টির নবম বিস্তার। উক্ত যমজ ঘোর শেষ হলে , এই কোলাহলে হাত তুলে দিও ডাক পৌঁছে দিও গৃহগন্তব্যে। কিছু কথা কিছু প্রেম এভাবেই অবশিষ্ট থাক.... ছবি - জেপি ইরিজারি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.