আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক বেচি গো, বিবেক বেচি !



পূর্ব পুরুষ বেচতো জমি, জমির ফসল আর বেচতো গাছের ফলফলাদি, ঠেকলে গলার হার ! পুকুর খালের মাছের সাথে বেচতো অনেক ডিমও আলু পটল মসুর বেগুন, বেচতো গাছের সীমও। মুরগী ছানা, ছাগল গরু এবং গাভীর খাঁটি দুধও সেসব বেচে করতো সদাই, শুধতো বাবুর সুদও। অনেক ঘামের ফসল বেচায় ভেজাল ছিলো দূরে এখন দেখি সবই ভেজাল গাইছি ভেজাল সুরে। চালের ভেতর মিশাই কাঁকর, দিচ্ছি দুধে পানি ফলের ভেতর মেশাচ্ছি বিষ সেসব সবাই জানি। ফরমালিনে গোসল করে সকল মাছের দেহ তাই বলে আর মাছ খাবোনা বলছে না যে কেহ। পটল বেগুন ফুল কপিতে দিচ্ছি ওষুধ কতো ! পকেট ভরে নিচ্ছি টাকা হাজার না হয় শত। টাকার লোভের জোরের কাছে হার মেনেছি সবাই বিবেক বেচি যখন তখন, বিবেক করি জবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।