আমাদের কথা খুঁজে নিন

   

অনুভবের কুলখানি

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর।

পাহাড়েরা পথ হয়ে যায় প্রতিবাদে পথ হয় পাহাড় চারপাশে পরে থাকে নিথর অন্ধকার- তারা নেই জোনাকি নেই ঝিঁঝিঁর ডাক নেই ডাহুকের বংশ নেই; অসীম কামনায়... দেহান্তরিত অনুভব; আত্মভোলা পথ মগ্নতা স্বার্থপর- হিসাবের গলি পথে- পাখিরাও পণ্য হয় বিশ্বাস হয় দালাল প্রতিদানে দিয়ে যায় সুন্দরের আকাল অন্ধ আধার তাড়ায়; বাকিরা জঞ্জাল- মানুষ বেহুশ- হুশেরা নির্বাক বোবারা ঢালছে বাণী- বাকিরা ক্যানভাস- খেলাঘর ছুয়েছে আকাশ; বিষাক্ত বাতাস বাকপটুতার নির্মানে চাহিদার চারা-গাছ বেড়ে ওঠে অবআধ্য শূণ্যতার অসীমে- সমগ্র দেহে অনুভবের কুলখানি জমিয়ে শুরু হয় ছুটে চলা মোহনীয় শূণ্যতার সীমান্তে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।