আমাদের কথা খুঁজে নিন

   

অনুভবের অনুভুতি -আব্দুল্লাহ আল-মামুন খান

যেতে যেতে কোনখানে,হয়ত পৃথিবীর এক কোনে..খুঁজে তারে পাব একদিন নিঃশ্চয়!

শাওন রাতে যদি বৃষ্টির রিমঝিম শব্দে,ঘুম ভেঙ্গে যায় তোমার; বাইরে চঞ্চল বর্ষার উদ্যম নৃত্যের নুপুর নিক্কনে যদি মোর কথা মনে পড়ে, শয্যা থেকে উঠে এসে দাড়িও খোলা জানালার ধারে। স্মৃতির বাতায়ন খুলে দেখবে মোর ছবি আমি বৃষ্টিভেজা দুষ্টু বাতাস হয়ে, চুপিচুপি এসে তোমার ঠোঁটে বুলিয়ে দেব শীতল পরশ সমস্ত অস্তিত্বে তোমার; অনুভবে পাবে আমার উপস্থিতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।