আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালানি সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর

২০ লাখ সোলার হোম সিস্টেম এবং ১০ লাখ পরিচ্ছন্ন চুলা স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে অপচয় বন্ধ করতে হবে। ”
রাজধানীর একটি হোটেলে রোববার সকালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জ্বালানি খাতে গবেষণার জন্য ‘এনার্জি রিসার্চ কাউন্সিল’ প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের কথা বলেন।
প্রধানমন্ত্রী দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, "বিদ্যুৎ ব্যবহার কমিয়ে বিলটা একটু কমাবেন আর বিদ্যুৎ সাশ্রয় করবেন। "
“আমরা উৎপাদন বাড়িয়ে যাচ্ছি। ব্যবহারেও আরো সাশ্রয়ী হতে হবে”, যোগ করেন প্রধানমন্ত্রী।


সরকারি দপ্তরগুলোতে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র সাশ্রয়ীভাবে ব্যবহারে নির্দেশনা দেওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করে সরকার প্রধান বলেন, “অনেকে এসি এমন ঠান্ডা করেন, যেনো শীতের কাপড় পড়তে হয়। এসি তাপমাত্রার ২৪, ২৫ বা ২৬ ডিগ্রিতে রাখা যেতে পারে। ”
“গরমের দেশে তো শীতের কাপড় পড়ার দরকার নেই। গরমের দেশে স্যুটেট-ব্যুটেট হওয়ার দরকার নেই”, যোগ করেন প্রধানমন্ত্রী।
গ্যাসের ব্যবহারেও দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাচ্ছি গৃহস্থালী কাজে সিলিন্ডার ব্যবহার করা হোক।

"
“গ্যাস সাশ্রয় করে আমরা উন্নয়নমূলক কাজে ব্যবহার করবো- সেটাই আমাদের লক্ষ্য। ”
তিনি বলেন, “গ্যাস ব্যবহারে আমাদের সাশ্রয়ী হতে হবে। একটি দিয়াশালয়ের কাঠির জন্য সারাদিন চুলা জালিয়ে রাখা হয়। দয়া করে সারাদিন চুলা জালিয়ে রাখা- বন্ধ করুন। ”
দেশে অনেক উপকূলীয় ও দুর্গম এলাকায় সহজে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়।

সে সকল প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ সরবরাহ এবং বায়োগ্যাস উৎপাদনে ইডকলসহ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। ১৯৯৭ সালে ইডকল প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহারের গুরুত্ব করে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা’ এবং টেকশই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন প্রণয়নের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সৌর বিদ্যুতের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের ওপর কর মওকুফ এবং ইডকলের মাধ্যমে সহজ শর্তে ঋণ ও ভর্তুকি প্রদানের ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী জানান, দেশে সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সোলার হোম সিস্টেমের মূল্য কমানো হয়েছে। গ্রামের জনগণ কেরোসিন খরচের চেয়েও কম পরিমাণ মাসিক কিস্তিতে এই সিস্টেম ক্রয় করতে পারছে।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা গত চার বছরে ১৭ লক্ষাধিক সোলার হোম সিস্টেম চালু করেছি। এগুলোতে প্রায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পল্লী অঞ্চলের প্রায় এক কোটি জনসাধারণ এ সৌরবিদ্যুৎ সুবিধা ভোগ করছে।

এর ফলে ৩০ হাজার কর্মসংস্থান হয়েছে। ”
উৎপাদন বৃদ্ধিতে বিদ্যুৎ খাতকে ঢেলে সাজাতে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুতের দৈনিক উৎপাদন ৬ হাজার ৩৫০ মেগাওয়াট।
তিনি বলেন, “গত চার বছরে আমরা প্রায় ৩০ লক্ষ নতুন গ্রাহককে বিদ্যুৎ দিয়েছি। এতো কম সময়ে এতো গ্রাহক কখনো বিদ্যুৎ পায়নি। ”
বায়োগ্যাস কর্মসূচি, সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ও মিনি-গ্রিড প্রকল্প হাতে নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,“ ইতিমধ্যে দেশব্যাপী প্রায় ২৭ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে।

গ্রামের জনগণ রান্না-বান্না করতে পারছেন। ”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত ২২ লাখ সোলার হোম সিস্টেম দেশে কার্যকর আছে। প্রতিদিন প্রায় আড়াই হাজার বাড়িতে সোলার হোম সিস্টেমের সংযোগ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, ইডকলের সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেস জুট এবং ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.