আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালানি সমস্যার সমাধান?! The Bloom Box!!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
বিষয়টা নিয়ে কঠোর গোপনীয়তা ছিল দীর্ঘদিন.....ছিল নানা রটনা...গসিপ আর ফিস-ফাস! অবশেষে মিডিয়াতে প্রথম মুখ খুললে উদ্যোক্তারা...বিষয়? ব্লুম বক্স! এই প্রযুক্তির আবিষ্কারক কে. আর শ্রীধরের হাতে থাকা এই কালো বক্সটির নামই দ্যা ব্লুম বক্স....এই ধরণের দুটো বক্স গড়পড়তা একটি আমেরিকানদের বাড়ীর বৈদ্যুতিক চাহিদা মিটাতে পারে..ইউরোপিয়ানদের জন্য একটিই যথেষ্ট...আরা আমাদের বাংলাদেশের মত দেশ হলে এর একটি বক্স দিয়ে চলবে দশটি বাড়ী!! প্রযুক্তি? মূলত ব্যায়ো গ্যাস, ফসিল ফুয়েল, গ্যাস বা সৌর বিদ্যুত ব্যবহার করে একটি বিশেষ ফুয়েল সেল (যা দিয়ে এই বক্সটি তৈরি) এর রাসায়নিক বিক্রিয়ায় কমখরচে বিদ্যুত তৈরি হয় এতে... এই ফুয়েল সেল তৈরির মূল উপাদান যে বালু সেটি বোধকরি এশিয়ার সমুদ্র সৈকতে বিস্তর আছে..(বাংলাদেশের সমুদ্র সৈকতের বালুতে নানা জিনিষ থাকার কথা বহুবার শুনেছি.....সরকারি প্রজেক্টও ছিল....কি খবর কে জানে!)... ব্লুম বক্সের অফিশিয়াল উদ্ভোদন... আমেরিকার সিবিএস টিভিতে এ নিয়ে একটি বিস্তারিত রিপোটিং হয়েছে সে রিপোর্টের অংশবিশেষ......... এ কোম্পানির এক্সিউটিভ ডাইরেক্টর পদে আছে জেনাঃ কলিন পাওয়েলের মত লোক...উদ্ভোদনী অনুষ্ঠানের পরিচিতিতে ছিলেন ক্যালিফোর্নিয়ার গর্ভণর "টারমিনেটর" শোর্য়াজের্নাগার...আর গ্রাহক? গুগুল, ই-বে ইত্যাদি এদের গ্রাহক ইতিমধ্যে!! ফসিল ফুয়েলের সংকট কাটলো বোধকরি!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.