আমাদের কথা খুঁজে নিন

   

নতুনরূপে ইয়াহু মেইল

all in one

সামাজিক যোগাযোগ সাইটগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি ইয়াহু ব্যবহারকারীদের আগ্রহ বাড়াতে নতুন সুবিধা চালু হচ্ছে ইয়াহু মেইলে। ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারোল বার্টজ জানান, আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে সামাজিক যোগাযোগ সাইটগুলো। এ ছাড়া জিমেইলের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও চ্যাট করার সুবিধা পাওয়ায় ইয়াহুর ব্যবহারকারী আগের তুলনায় কমে গেছে। ইয়াহু মেইলের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়াতে আমরা বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। সুবিধাগুলো চালু হলে ব্যবহারকারীরা তাদের ইমেইল ঠিকানা ব্যবহার করে সরাসরি ফেইসবুক এবং টুইটারে বার্তা পাঠাতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীদের জন্য থাকছে মেইল ইনবঙ্ থেকে ফ্লিকার, পিকাসা বা ইউটিউবে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।