আমাদের কথা খুঁজে নিন

   

নতুনরূপে সা.ইন. ভাল লাগা-মন্দ লাগা...

বন্ধ জানালা, খোলা কপাট !

বাঁধ ভাঙ্গার আওয়াজ-এর নতুনরূপ ভাল লাগছে । নতুন কিছু ভাল ফিচার যোগ হয়েছে । কমেন্ট মডারেশনের ব্যাবস্থাটি হয়েছে অসাধারণ । একটি ওপেন প্লাট ফর্মে এরকম কাটছাট-এর ব্যবস্থা না থাকাটাই শ্রেয়তর ছিল । কিন্তু কম ভালটিকে এখানে বেছে নিতে হয়েছে, যেহেতু মন্তব্যের মাধ্যমে প্রায়শ অনেককে ব্যক্তি আক্রমণের শিকার হতে হয় ।

বিশেষত মেয়েদের হেনস্থা হতে হয় খুব বেশী । সেটি এখন এড়ানো যাবে । যদিও রাজাকার ছানারা যতোদিন এই ব্লগে থাকবে ততোদিন গালাগালির সংস্কৃতি অল্প-বিস্তর থাকবে বলেই মনে হয় । নতুন ভার্সনের ব্যকগ্রাউন্ড-কালারের ব্যাপারে অনেকেই আপত্তি করছেন । এক্ষেত্রে এরকম কটকটে রং-এর বদলে আরো কোমল কোন রং ব্যবহার করা যায় কিনা, কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন ।

ৎ- কে আমরা ফিরে পেয়েছি , এটা খুবই আশার কথা । টপ রেটেড পোষ্টের তালিকাটি তুলে দেয়া হয়েছে । সেটা এখন কেবলই ইতিহাস ! এটা নিয়ে পক্ষে-বিপক্ষে মত থাকবে নিশ্চিত । ফিচারটি সুন্দর ছিল,-পাঠকের ভোটে নির্বাচিত কিছু সেরা লেখা সহজেই পাওয়া যেত প্রথম পাতায় । কর্তৃপক্ষ কেন সেটা তুলে দিলেন তারাই ভাল বলতে পারবেন ! যদি কারণটা এই হয় যে, তারা মনে করছেন, ওই ফিচারটির কারণে কোন অশুভ প্রতোযোগীতা শুরু হয়েছিল, তাহলে সিদ্ধান্ত ঠিক আছে ।

যদিও পাঠকের ভাল লাগা এবং মতামত এ-ক্ষেত্রে প্রাধান্য পায়নি । লেখা বোল্ড-ইটালিক-আন্ডারলাইন করার সুযোগ দেয়া হয়েছে নতুন ফিচারে । লেখা রং করার বিষয়টি সংযোজন করলে অসাধারণ একটা ব্যাপার হতো । কেন সেটা করা হলো না ? সেটা করতে কি খুব বেশী ঝামেলা ? অটোড্রাফট বা অটোসেইভ-ফিচারের সংযোজনটি চমৎকার । সামান্য ভুলের কারণে অনেক সময় পুরো লেখা হাওয়া হয়ে যেতো ।

সে সম্ভাবনা এখন এড়ানো যাবে । প্রথম পাতায় আগের চেয়ে বেশী লেখা ধরানো যাবে বলে মনে হচ্ছে, এটাও উত্তম । বটম লাইন : বাঁধ ভাঙ্গার আওয়াজ-এর সুস্থ পরিবেশ ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকভাবে সচেষ্ট, তার প্রমাণ পাওয়া যায় নতুন এই ভার্সনে । এই শুভ প্রয়াসের জন্য,সাম হ্যোয়ার ইন- টিমকে আন্তরিক ধন্যবাদ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।