আমাদের কথা খুঁজে নিন

   

নতুনরূপে ফেসবুক

নিলীমা_নিলা
৪ ফেব্রুয়ারি ছিল ফেসবুকের জন্মদিন। ছয় বছরে পা দিল ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এই ওয়েবসাইটটি। জন্মদিনে তাদের সাইটের নকশায় আবারও কিছু বদল নিয়ে এসেছে ফেসবুক। তবে এখনই ফেসবুকে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে না। বিভিন্ন দেশের গ্রাহকদের কাছে ধীরে ধীরে এ বদলগুলো তুলে ধরবে ফেসবুক।

নতুন নকশায় বিভিন্ন প্রোগ্রাম ও গেমকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগেকার বিভিন্ন পরিবর্তন নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছু অসন্তোষ থাকলেও ফেসবুক জানায়, মাসের পর মাস জরিপ ও গ্রাহকদের মতামতের ওপর ভিত্তি করেই এ ধরনের বদল আনা হচ্ছে। ফেসবুকের সর্বশেষ নকশায় ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ ও কমেন্ট নোটিফিকেশনগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকছে না, বরং সবগুলোকে ওয়েব পেইজের ওপরের দিকে দেখা যাবে। সেই সঙ্গে যুক্ত হবে তথ্য খোঁজার বাড়তি সুবিধা। মাইক্রোসফট করপোরেশনের কারিগরি সহায়তায় পরিচালিত ফেসবুকের ‘সার্চ’ অংশ থেকে এখন দরকারি লিংকের বাইরে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখা যাবে।

ফেসবুকে তথ্য খোঁজার ফলাফলের (সার্চ রেজাল্ট) পাতায় আগে মাইক্রোসফট নিয়ন্ত্রিত যে ছবিসহ বিজ্ঞাপন দেওয়া হতো, সেগুলো এখন শুধু লেখার (টেক্সট) আকারে দেখা যাবে। এখানকার গ্রাফিক্যাল বিজ্ঞাপনগুলো সরাসরি চলে যাবে ফেসবুকের নিয়ন্ত্রণে। ফেসবুকের চ্যাটেও বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে। যাদের সঙ্গে হরহামেশাই চ্যাট হয়, সেসব বন্ধু ফেসবুকে অনলাইনে আসামাত্রই তাদের ছবি বিনা ক্লিকেই দেখা যাবে নিজের ফেসবুক পাতায়। বন্ধুদের সঙ্গে গেম খেলার আরও সহজ ব্যবস্থা যুক্ত হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টের প্রথম পাতায়ই৪ ফেব্রুয়ারি ছিল ফেসবুকের জন্মদিন।

ছয় বছরে পা দিল ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এই ওয়েবসাইটটি। জন্মদিনে তাদের সাইটের নকশায় আবারও কিছু বদল নিয়ে এসেছে ফেসবুক। তবে এখনই ফেসবুকে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে না। বিভিন্ন দেশের গ্রাহকদের কাছে ধীরে ধীরে এ বদলগুলো তুলে ধরবে ফেসবুক। নতুন নকশায় বিভিন্ন প্রোগ্রাম ও গেমকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এর আগেকার বিভিন্ন পরিবর্তন নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছু অসন্তোষ থাকলেও ফেসবুক জানায়, মাসের পর মাস জরিপ ও গ্রাহকদের মতামতের ওপর ভিত্তি করেই এ ধরনের বদল আনা হচ্ছে। ফেসবুকের সর্বশেষ নকশায় ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ ও কমেন্ট নোটিফিকেশনগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকছে না, বরং সবগুলোকে ওয়েব পেইজের ওপরের দিকে দেখা যাবে। সেই সঙ্গে যুক্ত হবে তথ্য খোঁজার বাড়তি সুবিধা। মাইক্রোসফট করপোরেশনের কারিগরি সহায়তায় পরিচালিত ফেসবুকের ‘সার্চ’ অংশ থেকে এখন দরকারি লিংকের বাইরে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখা যাবে। ফেসবুকে তথ্য খোঁজার ফলাফলের (সার্চ রেজাল্ট) পাতায় আগে মাইক্রোসফট নিয়ন্ত্রিত যে ছবিসহ বিজ্ঞাপন দেওয়া হতো, সেগুলো এখন শুধু লেখার (টেক্সট) আকারে দেখা যাবে।

এখানকার গ্রাফিক্যাল বিজ্ঞাপনগুলো সরাসরি চলে যাবে ফেসবুকের নিয়ন্ত্রণে। ফেসবুকের চ্যাটেও বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে। যাদের সঙ্গে হরহামেশাই চ্যাট হয়, সেসব বন্ধু ফেসবুকে অনলাইনে আসামাত্রই তাদের ছবি বিনা ক্লিকেই দেখা যাবে নিজের ফেসবুক পাতায়। বন্ধুদের সঙ্গে গেম খেলার আরও সহজ ব্যবস্থা যুক্ত হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টের প্রথম পাতায়ই। তথ্যসুত্র
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।