আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলবার জাতীর বড় দুর্ভাগ্য

লিখে খাই, সবার ভাল চাই

মঙ্গলবার জাতীর বড় দুর্ভাগ্য শামীমুল হক শিক্ষকরা সব ক্লাস ছেড়ে কোচিং নিয়ে ব্যস্ত। পুঁথিগত বিদ্যার মধ্যেই সব সীমাবদ্ধ। এর নমুনা দেখতে পেলাম ক’দিন আগে এক কম্পিউটার কম্পোজ প্রতিষ্ঠানে গিয়ে। পরিচিত একজন স্মরণিকা বের করবেন। এ কম্পিউটার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

আমাকে জোর করে নিয়ে গেলেন লেখাগুলো দেখার জন্য। লেখা দেখছি। হঠাৎ এক জায়গায় গিয়ে চোখ আটকে গেল। লেখা রয়েছে মঙ্গলবার জাতির বড় দুর্ভাগ্য। কি ব্যাপার।

ডাকা হলো প্রতিষ্ঠানের কর্ণধারকে। তিনি ছুটে এলেন। ডাকা হলো কম্পোজ যিনি করেছেন তাকে। যে ব্যাখ্যা দেয়া হলো তা শুনে সবাই অবাক। শোনা গেল এখানে ২/৩টি সাপ্তাহিক পত্রিকার কাজ করা হয়।

বিভিন্ন পত্রিকার রিপোর্ট ও উপসম্পাদকীয় দিয়ে সাজানো হয় সাপ্তাহিকগুলো। কম্পোজিটরদের নির্দেশ দেয়া আছে দৈনিক পত্রিকার তারিখ আজ বা গতকাল উল্লেখ থাকলে যেন বার বসিয়ে দেয়া হয়। আমি যে লেখাটি দেখছিলাম তা ছিল উপসম্পাদকীয় জাতীয়। সেখানে লেখক একটি বিষয়ের অবতারণা করতে গিয়ে লিখেছেন, আজ জাতির বড় দুর্ভাগ্য। কম্পোজিটর যেদিন লেখাটি কম্পোজ করেছেন সেদিন ছিল মঙ্গলবার।

তাই সে আজ-এর স্থলে বসিয়ে দিয়েছেন মঙ্গলবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।