আমাদের কথা খুঁজে নিন

   

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার দুপুরে উপজেলার রামেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরো অন্তত ১০ জন।
নিহত মানিক মিয়া (৩৫) গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামেশ্বর গ্রামের মৃত মোস্তফা আলী ও তার ভাই খেলু মিয়ার ছেলেদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুপুর ২টায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।


এতে মানিক মিয়াসহ অন্তত ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কামাল মিয়া (৩৫), মামুন আল-রশিদ (৫০), রায়হান আল-মাতাব্বর (৪২), লিটন মিয়া (৩৫), নেহারা বেগম (৪০), বিউটি (৩৮), পারভীন (৩০) ও বাবু মিয়াকে (৪৫) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি অমল কুমার ধর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে কামাল মিয়াসহ তিনজনকে আটক করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।