আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীকান্ত ও লোপামূদ্রা মুগ্ধ

এরই মধ্যে বেসরকারি চ্যানেলটিতে লাইভ অনুষ্ঠানে গান করে ১৩ অগাস্ট বিকাল চারটায় বাংলাদেশ ছেড়েছেন লোপামূদ্রা মিত্র। অন্যদিকে শ্রীকান্ত ১৩ অগাস্ট রাত নয়টা থেকে সরাসরি গানের অনুষ্ঠান ‘কল-এর গান’-এ গাইবেন।
এর আগে দুই শিল্পী ঢাকা ক্লাবের অতিথিশালার বৈঠকখানায় সাংবাদিকদের সঙ্গে সংগীতবিষয়ে মত বিনিময় করেন। এতে দুজনেই বাংলাদেশের দর্শকদের ভূয়সী প্রশংসা করেন।
শ্রীকান্ত বলেন, “এ পারের সীমান্তে পা রাখার পর থেকেই নানা ধরনের মন্তব্য শুনতে হয়।

সবই প্রশংসাসূচক। আমার গাওয়া অনেক গানের কলি ধরে আমাকে চেনেন তারা। বিশেষ করে ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম’, ‘ছেলেটি মেয়েটি’, ‘কাঁটাতার’ প্রভৃতি গান মানুষের মুখে মুখে। ”
তিনি আরও বলেন, “আমি আগেও বাংলাদেশের টিভির লাইভ অনুষ্ঠানে গান করেছি। তারা ফোনে যেভাবে যোগাযোগ করেন, গানের জন্য অনুরোধ করেন, তাতে আমি অভিভূত।

কলকাতায় এ ধরনের অনুষ্ঠান তো হয়নি। চ্যানেলগুলো সিরিয়াল নিয়েই ব্যস্ত। গান নিয়ে তাদের আগ্রহও কম। ”
এদিকে লোপামূদ্রা বলেন, “আমি কাল রাতে যখন গান করছিলাম দর্শক তো ফোন করছিলই; ওদের অনুষ্ঠানটির ফেইসবুকের ফ্যান পেইজেও দর্শক মন্তব্য করেছেন। সেখানে যে সাড়া আমি পেয়েছি তাতে অভিভূত।


এই দুই শিল্পী তাদের সংগীতজীবন, অভিজ্ঞতা, পরিকল্পনা এবং অডিও ইন্ডাস্ট্রির স্থবিরতা নিয়েও মন্তব্য করেন।
এদিকে দেশটিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানের প্রযোজক সুমন সাহা গ্লিটজকে জানিয়েছেন, শ্রীকান্ত আচার্য্য ১৩ অগাস্ট মঙ্গলবার রাত নয়টা ৫০ মিনিট থেকে রাত সোয়া একটা পর্যন্ত গান করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। এতে শ্রীকান্তের সঙ্গে সংগত করবেন তার সঙ্গে ঢাকায় আসা যন্ত্রীরা।
 
ছবি : নয়ন কুমার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.