আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাগতে আরো সময় লাগবে । কারন আমরা ঘুম প্রিয়।

প্রতি ২০ বছর পর পর আমাদের দেশে একটা বিপ্লব সংগঠিত হয় যার ধারাবাহিকতায় আজকের গনজাগরন। ইতিহাস তাই বলে। ৫২-৭১-৯০-২০১৩ । সুতরাং এবার গনজাগরন ও তারই একটা অংশ। আমার মনে কিছু ছোট্র প্রশ্ন বার বার উকি দিচ্ছে : ১) আস্তিক আর নাস্তিক আসলে কি ? ২) আজকে যারা জাতীয় পতাকা ছিরে ছিন্ন ভিন্ন করেছে, আগুনে পুরেছে,মসজিদে আগুন দিয়েছে তারা আসলে কি ? ৩) শাহবাগে লাখো লাখো মানুষ যুদ্ধাপরাধীর বিচার চাইলো বলে সবাই কি ১৭ দিনে নাস্তিক বনে গেল না কি ? ৪) মানুষ হত্যা করাটা কোন আস্তিকতায় পড়ে ? ৫) মুক্ত চিন্তা বিদরা যারা ফেইসবুক, ব্লগ,টুইট এ লেখা লেখি করে তারা কি ভাবে নাস্তিক ? ৬) স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা ও কি নাস্তিক ? এ প্রশ্নোগুলোর সব গুলির উত্তর আমি জানি।

আমি বলতে চাই এটা ৭১ নয় এটা ২০১৩ একবার ও কি কেউ ভেবেছে শিক্ষার হার কত বেরেছে এবং মুক্ত স্বাধীনতা পাগল মানুষের সংখ্যা আজ কত। রাজনৈতিক বিবেচনা যদি করি তাহলে দেখবেন ১০০ % এর মধ্যে ৮% ভোট পায় ইসলামী দল গুলো তাহলে বাকী ৯২% ভোটার নাস্তিক । সরকারের মধ্যে আবার দেখছি টানা পোড়া । সরকার বলে নির্বাচন কমিশন জামাতের ব্যাপারে সিন্ধান্ত নিবে আর নির্বাচন কমিশন বলছে সরকার। আমরা আছি যাতাকলে।

আবার বিরোধী দল আজ ডাক দিয়েছে নতুন জাগরনের। হায়রে মওদুদ সাহেব হায় । দেশের কথা জীবনে ভাবেন নি ভেবেছেন শুধু নিজের কথা। সাংবাদিক দের উপর আক্রমন , পুলিশের উপর আক্রমন, হত্যা । আর ব্লগারদের উপর গুপ্ত হামলা।

সবকিছু দেখে ঘুম দিয়েছেন মনে হয়। অবশেষে একটা কথাই বলবো আমাদের জাগতে আরো সময় লাগবে । কারন আমরা ঘুম প্রিয়। শাহবাগের ডাকে শুধু ঘুমের ঘোরে চিমটি কাটা হয়েছে। ঘুম ভাঙ্গেনি।

তবে মজার ব্যাপার বাঙ্গালী একবার যদি ঘুম থেকে উঠে তবে কিন্তু আর ঘুমায় না। ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।