আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি নিয়ে আতঙ্কিত মানুষ

দেশের অর্থনৈতিক উন্নতিকে আরও বেগবান করতে মানুষ চায় রাজনৈতিক স্থিতিশীলতা। সেই দায়িত্ব রাজনীতিবিদদের। নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে, একটা দল যাবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলবে। এটাই গণতন্ত্র।

কিন্তু এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বিগত ৩০ বছরে আমরা করতে পারিনি। '৯০-এর পর নাকি দেশে গণতন্ত্র এসেছে। কিন্তু '৯০-এর পর কোনোবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। মানুষ রাজনীতি নিয়ে আতঙ্কিত। গত সোমবার সময় টেলিভিশনের টকশো 'সম্পাদকীয়'তে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেন।

তুষার আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারদলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম ও বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির এ নেতা বলেন, মানুষ খুবই উদ্বিগ্ন। সত্যকে আলিঙ্গন করার সাহস রাজনীতিবিদদের থাকতে হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর। অরাজনৈতিক কোনো শক্তি এর ভেতরে আসুক তা চাই না।

আমরা যদি মানুষের মাঝে না থাকি অর্থনীতিও একসময় সেকেন্ডারি হয়ে যায়। আর উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে যে ভোট পাওয়া যায় না তার প্রমাণ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আমরা দেখেছি। পলিটিঙ্ ইজ দ্য ব্যারোমিটার। মানুষ যদি আতঙ্কমুক্ত থাকতে পারে, ভালো থাকতে পারে তাহলেই মানুষের আস্থা বাড়ে সরকারের প্রতি। রাজনীতির প্রতি।

এখন সাধারণ মানুষের অনুভূতি হচ্ছে, রাজনীতিবিদরা তাদের ক্ষমতার জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করছেন।

জিয়াউদ্দিন বাবলু বলেন, এবার ঈদে গ্রামে গেলে অনেক মানুষ আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তারা জানতে চান এই নির্বাচন আদৌ হবে কিনা। হরতাল কতদিন চলবে। নির্বাচন নিয়ে কোনো সহিংসতা হবে কিনা।

এগুলো নিয়ে মানুষ দুঃশ্চিন্তায় আছে। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর না হলে দেশে গোলযোগ হবে। আর সেই পরিস্থিতির জন্য মানুষ মোটেই তৈরি নয়। তারা চায় সব দল মিলেমিশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। তিনি বলেন, দেশের মানুষ এখন অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছে।

২৩ বছর আগে আমাদের গ্রামে আঙ্গুর-বেদানার দোকান ছিল না। এখন হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। কিন্তু উন্নয়ন যতই হোক, রাজনীতি ঠিক না থাকলে কোনো উন্নয়নই চলমান থাকে না। তাই দরকার রাজনৈতিক স্থিতিশীলতা।

আমাদের এখন মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হবে যে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও কোনো প্রতিরোধের ভাষা হতে পারে না। এগুলো বন্ধ করতে হবে।

কোনো গণতান্ত্রিক দেশে এগুলো নেই। যদিও বলা হয় এগুলো গণতান্ত্রিক অধিকার। কিন্তু সময়ের সঙ্গে সব পরিবর্তন হয়। আজ একবিংশ শতকে আমাদের প্রতিরোধের নতুন ভাষা খুঁজতে হবে। রমজান মাসে চারটা হরতাল হয়েছে।

যে নয়জন মানুষ প্রাণ হারাল তার দায় কে নেবে? আমাদের একটা বিষয়ে সহমতে আসতে হবে যে, আমরা ক্ষমতায় থাকি আর বিরোধী দলে থাকি হরতাল-সহিংসতা বর্জন করব। আমাদের বড় দুই দলের দুই নেত্রীই ওয়াদা করেছিলেন ক্ষমতা থেকে গেলে তারা হরতাল করবেন না। সেই ওয়াদা কেউ রক্ষা করতে পারেননি। এর কারণে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার অভাব সৃষ্টি হয়েছে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.