আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলের ভাগ্য বিসিবির হাতে

আজীবন কিংবা পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।

বিভিন্ন মেয়াদে শাস্তি পেতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত অন্য আট ক্রিকেটার ও কর্মকর্তা। মোট ৯ জনকে অভিযুক্ত করে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির নিরাপত্তা ও দুর্নীতি দমন কমিশন (আকসু) গতকাল বিপিএল ফিক্সিং নিয়ে তাদের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জমা দিয়েছে। এখন তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বিসিবির।

গতকাল রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সংবাদ সম্মেলন করেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

এ সময় তিনি অভিযুক্ত কোনো ক্রিকেটার বা সংগঠনের নাম উল্লেখ না করলেও শাস্তির ব্যাপারে সুপারিশ করেছেন তদন্ত প্রতিবেদনে। যারা সরাসরি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত তাদের শাস্তি পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ। আর যারা দুর্নীতির প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এক থেকে পাঁচ বছর নিষিদ্ধের সুপারিশ করেছে আকসু। ডেভ রিচার্ডসন বলেন, অত্যন্ত সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত ৯ জনের মধ্যে সাতজন সরাসরি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

অভিযুক্তদের আগামী ১৪ দিনের মধ্যে অভিযোগ খণ্ডানোর সুযোগও দেওয়া হয়েছে।

গতকাল সংবাদ সম্মেলনে আকসু অভিযুক্ত ৯ জনের কথা বললেও কারও নাম না উল্লেখ করায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ডেভ রিচার্ডসনকে বার বার প্রশ্ন করা হলেও তিনি কারও নাম বলতে রাজি হননি। তাই মোহাম্মদ আশরাফুল ছাড়া আর কে কে জড়িত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে আশরাফুল যেহেতু নিজের মুখেই স্বীকার করেছেন ফিক্সিংয়ে জড়িত থাকার কথা, তাই পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন তিনি।

এখন সবকিছু নির্ভর করছে ক্রিকেট বোর্ডের ওপর। আকসু কেবল স্বচ্ছতার সঙ্গে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ও শাস্তির ব্যাপারে সুপারিশ করছে। কিন্তু ক্রিকেট বোর্ড অভিযুক্তদের কারও প্রতি সহানুভূতি দেখাবে কিনা, এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বিসিবি সততার সঙ্গেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুর্নীতির সঙ্গে যেই জড়িত থাক না কেন, তারা পার পাবে না কোনো ক্রমেই। সে খেলোয়াড় হোক, সমর্থক, সম্প্রচারক, পৃষ্ঠপোষক কিংবা অন্য যে কেউ হোক।

দুর্নীতির ব্যাপারে আমাদের অবস্থান জিরো-টলারেন্স। তাছাড়া এখনই যদি এ সমস্যার সমাধান করা না যায়, ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। ' এমন একটা পরিস্থিতির সম্মুখীন হওয়ায় দুঃখ প্রকাশ করেন বোর্ড সভাপতি। তিনি বলেন, 'আমার খুবই খারাপ লাগছে। জড়িত ৯ জনই ক্রিকেট অঙ্গনে তারকা।

কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ করেছে। তাছাড়া দুর্নীতির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ছাড় দেবে না। '

আপাতত জড়িতদের নাম প্রকাশ করা না হলেও অভিযুক্তরা কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'অভিযুক্তদের কাছে ইতোমধ্যেই চিঠি পৌঁছে গেছে। তারা আর প্রিমিয়ার ক্রিকেটে অংশ নিতে পারবে না।

' প্রিমিয়ার ক্রিকেটের দলবদলে অভিযুক্ত ক্রিকেটাররা যাতে অংশ নিতে না পারে এ জন্য ক্লাবগুলোকেও চিঠি দেওয়া হবে।

এদিকে দীর্ঘ মেয়াদে শাস্তির ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই নিষিদ্ধ হওয়ার পর আবার ফিরে এসেছে। আমিও ক্রিকেটে ফিরতে চাই। ' ট্রাইব্যুনাল যদি আপনাকে পাঁচ বছর কিংবা আজীবন নিষিদ্ধ করে সেক্ষেত্রে আপনি আপিল করবেন কিনা? এমন প্রশ্নে আশরাফুল বলেন, 'আমি নিশ্চিত নই, আমার শাস্তি কেমন হবে।

তবে আমি রায় দেখার পর আপিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। প্রয়োজন হলে আমি একজন আইনজীবী নিয়োগ দেব। '

গত ৪ জুন বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মোহাম্মদ আশরাফুল। ওইদিন সকালে বিসিবির অ্যাডহক কমিটির জরুরি সভায় আশরাফুলকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। তবে এবার অ্যাশ হয়তো দীর্ঘ মেয়াদেই শাস্তি পেতে যাচ্ছেন।

কিন্তু তার শাস্তি কী হতে পারে এ সম্পর্কেও পরিষ্কার করে ডেভ রিচার্ডসন কিছু বলেননি। পুরো ভার চাপিয়ে দিয়েছেন বিসিবির ওপর। কিন্তু বিসিবি কী আকসুর সুপারিশ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে -এটিই এখন কোটি টাকার প্রশ্ন! যদিও রিচার্ডসন জানিয়েছেন, বিসিবির ওপর আইসিসির পূর্ণ আস্থা আছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.