আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্নের দেশ ব্রুনাই সেই সাথে থাকছে এদেশের বিলাস বহুল প্লেনের কিছু ছবি (ছবি ব্লগ)

জীবনের আলো - অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে ...

ব্লগার ঢাকাবাসির একটি ব্লগ পড়ে অনুপ্রানিত হয়ে এ পর্ব নিয়ে আসলাম : এটা স্বপ্ন না..। এটা রিয়েল লাইফ..। তবে দু:খ হচ্ছে আপনার বা আমার মত মানুষের এমন স্বপ্ন দেখে শুধু আফসোস ই জাগবে। কাজের কাজ কিছুই হবে না। আমি আজকে কিছুটা অপরিচিত দেশের কথা বলবো।

হয়ত এ ব্লগের অনেকেই এই দেশের নামটাও শুনেনি। আবার হয়ত অনেকেই শুনে থাকবেন। সেই দেশ আয়তনে ছোট হলেও অর্থনিতিতে বেশে সচ্ছল বলেই মনে হয়। দেশটির নাম ব্রুনাই। ১ সেকেন্ডে কত কি না করা যায় - ১ সেকেন্ডে ৩ জন শিশু জন্ম নেয়।

১ সেকেন্ডে সারাবিশ্বে ১০ টা মোবাইল ফোন বি্ক্রি হয়। ৪.৫ সেকেন্ডে অটোমোবাই কম্পানিগুলো ১ টা করে কার গাড়ি তৈরী করে। ১ সেকেন্ডে পায়ে হাটলে মানুষ ১ মিটার এগিয়ে যায়। এদিকে ব্রুনাই এর সুলতানের সম্পদ এক সেকেন্ডে ৯০ ইউরো করে বাড়ে। এর মানে ৫৪০০ ইউরো পার মিনিট, ৩২৪০০০ ইউরো পার ঘন্টা, ৭৭৭৬০০০ ইউরো পার দিন।

এর মানে এক সপ্তাহে ৫৪৪৩২০০০ ইউরো (৫৪ মিলিওন & ৪৩২০০০ হাজার) সুত্র: ইন্টারনেট। ব্রুনাই সুলতানে নাম 'হাসান বোলকাহ' - তিনি ব্রুনাই নামের একটা দেশের সুলতান। দেশ পরিচালনায় সারা বিশ্বে এতটা পরিচিত না হলেও তার দেশের মানুষের কাছে তিনি নয়নমনি। দেশটি অবস্থান মালয়েশিয়ার পাশেই। ব্রুনাই দেশটির অর্থনৈতিক শক্ত অবস্থানের প্রধান কারন দেশটির জনসংখ্যা।

ব্রুনাই মোট জনসংখ্যা 409.000 জন 67% জাতিগতভাবে মালয় থেকে , 16% চীনা থেকে, প্রায় 12% ভারতীয়, ইউরোপীয় বা ফিলিপিনো, এবং 6% আদিবাসী গোষ্ঠী। আদিবাসীদের IBAN, Dayak Dusun এবং Melanau গোত্র অন্তর্ভুক্ত। অধিকাংশ ব্রুনাই মানুষ Melayu কে প্রধান কথ্য ভাষা হিসেবে ব্যাবহার করে যদিও তারা মালায়কে উপভাষা হিসেবে ব্যবহার করে। ব্রুনাই এর অফিসিয়াল ভাষা মালয় ও ইংরেজি। চলুন দেখি দেশটার অসাধারন সৌন্দর্যের কিছু ছবি দেখি - সংখ্যালঘু ভাষার মধ্যে IBAN, Dusun, Murut, Kedayan, এবং Tutong এর নাম অন্তর্ভুক্ত।

যদিও অনেক নাগরিকদের এবং অভিবাসন হিসেবে বসবাস কারিদের ইংরেজি ব্যাবহার করতে দেখা যায়। ব্রুনাই এর সরকারী ধর্ম হল ইসলাম। প্রধানত ইউরোপীয় বংশোদ্ভূত মানুষের মধ্যে বেশীর ভাগি খ্রিস্টান আর চীনাদের বেশীর ভাগ বৌদ্ধ আর কিছু হিন্দু জনসংখ্যাও তাদের সরকারী হিসেবে উল্লেখ থাকতে দেখা যায়। ব্রুনাই এর মোট আয়তন 5.765 বর্গ কিলোমিটার (2,226 বর্গ মাইল) এর একটি মোট এলাকা। পূর্ব দিকে কিছু পর্বত আছে যদিও ব্রুনাই ভূসংস্থান অধিকাংশই সমতল এবং রেনফরেস্ট আচ্ছাদিত।

ব্রুনাই এর সমৃদ্ধ অর্থনীতি হল তেল নির্ভর। এ দেশের জিডিপির 90% অর্থনীতি প্রাকৃতিক গ্যাস নিষ্কাশন উপর নির্ভর করে। এদেশের জিডিপি বিশ্বের নবম-সর্বোচ্চ মাথাপিছু জিডিপি যা $ 49.400 মার্কিন ডলার। ব্রুনাই বেকারত্বের হার এ 2.7%, এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা তুচ্ছ যা আমরা বাংলাদেশের হিসেবে অতিনগণ্য বলেই ধরাহয়। 1 Bruneian ডলার জুলাই 2012 হিসাবে = $ .79 মার্কিন ডলার।

ব্রুনাই আনুষ্ঠানিকভাবে জানুয়ারি 1, 1984 সাধীনতা লাভ করে তৎকালীন বৃটিশ থেকে। ব্রুনাই এর সুলতান Hassanal Bolkiah ... বিশ্বের ধনী দেশ গুলোর মধ্য অন্যতম একটন রাষ্ট্রপতি ... তিনি সবকিছু স্বর্ণের ব্যবহার করেন। আক্ষরিক খাওয়া জন্মগ্রহণ বস্ত্রতে স্বর্ণ ও রূপার ছোয়া থাকবেই। তার প্রাসাদ এর কিছু ছবি আছে ... বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিলাসবহুল প্রাসাদ ...যা স্বর্ণ ও হীরা দারা সজ্জিত। কিছু মানুষের হিসাব মতে 1788 খ্রিস্টাব্দে 257 কক্ষ বিশিস্ট প্রাসাদটি নির্মান করা হয়।

/তার পরে অবশ্য এতে যথেস্ঠ সংষ্কার করা হয় স্বর্ণ ও রূপা দারা। এর নিচ তালাতে একটি গ্যারেজ আছে যার আয়তন 110 গাড়ির রাখার জায়গার সমান। এখণ পযন্ত এ প্রাসাদে সোনা ও রুপার প্রায় 150,000 ইউরোর সমপরিমান ইউরোর ব্যাবহার দেখা যায়। এ প্রাসাদটি এতটা বড় যে এক জন পরিদর্শক যদি মাত্র 30 সেকেন্ডের জন্য প্রতিটি রুমে পরিদর্শন যান তাহলে তার 24 ঘন্টা সময় ব্যয় করার প্রয়োজন হবে। এবার থাকছে এ পোস্টের সবচেয়ে বড় আকর্ষন।

ব্রুনাই রাজার নিজেস্ব হাওয়াই জাহাজের ছবি। এ জাহাজের বিশেষত্ব হচ্ছে এর সব কিছুতেই সোনার ছোয়া বর্তমান। এমনকি বাথরুমের বেসিং পযন্ত সোনা দিয়ে তৈরী। হায়রে টাকা । টাকা থাকলে কি না হয়।

দেখুন না ছবি গুলো। নিজেই বুজতে পারবেন টাকা দিয়ে কি না করা যায়। কি চমকে গেলেন তাই না। আমিও চমকে গেছি। এবার চলুন প্লেন টার বাইরে দিক দিয়ে কেমন দেখায় তা দেখি - পোস্টি অনেকটা কষ্ট করে বানানো হয়েছে।

আরো কিছু ছবি আছে যা পরে আপলোদ করে দিবো। সুত্র: Click This Link Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.