আমাদের কথা খুঁজে নিন

   

‘নির্বাচনের বিকল্প নেই’

বুধবার মুন্সীগঞ্জে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে সঙ্কট চলছে, যে রক্তক্ষরণ হচ্ছে, তা সমাধানে নির্বাচনের বিকল্প নেই।
“আর যদি তা না হয়, ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠে দেখবেন অন্যপক্ষ মঞ্চ দখল করে ফেলেছে,” বলেন কাদের।
দুপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক ও মুক্তারপুর সেতুর অ্যাপ্রোচ সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে মুক্তারপুর সেতুর টোল প্লাজা সংলগ্ন রাস্তা মেরামত করার নির্দেশ দেন।
এছাড়া সেতুর পাশ দিয়ে যাওয়া শিল্পাঞ্চলের রাস্তাটি সাত দিনের মধ্যে চলাচল উপযোগী এবং দুই মাসের মধ্যে সংস্কার সম্পন্ন করার নির্দেশ দেন।
মুক্তারপুর-নারায়ণগঞ্জ ছয় কিলোমিটার দীর্ঘ বাইবাস সড়ক নির্মাণ প্রক্রিয়া বেগবান করার  নির্দেশ দেন তিনি।
এছাড়া টঙ্গীবাড়ি বাইপাস রুটের ঋষিবাড়ি সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে কাদের বলেন, “আমি শিগগিরিই ঋষিবাড়ি সেতু পরিদর্শনে যাব।” 
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.