আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের আগে তারা "জনসেবক", নির্বাচনের পর "ভি.আই.পি" :- বাস্তবে তারা অমানুষ



গতকাল সিরাজগঞ্জ থেকে বন্ধুর বোনের বিয়ে থেকে ঢাকায় আসার পথে মির্জাপুরের এক স্থানে ২ বাস এবং ১ ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়... আমাদের গাডির প্রায় ১০ গাডি সামনেই ঘটনা ঘটে...মূহুর্তে জ্যাম লেগে যায় রাস্তায়...গাডি থেকে নেমে দেখতে গেলাম ... কেও মারা না গেলেও ২ বাস এবং ট্রাকের চালক এবং কিছু যাত্রী গুরুতর আহত হয়ে যন্ত্রনায় কাতরাচ্ছিল... ঠিক এর ২/৩ মিনিটের মাঝেই পুলিশের গাডি এসেই যখন রাস্তা পরিষ্কারের কাজে লেগে গেলো, ভাবলাম আমাদের পুলিশ হয়তো উদ্ধারে এসেছে...কিন্তু ভুলে গেলাম এটা বাংলাদেশ...তারা আসলে জনৈক মন্ত্রীর প্রটোকল হিসেবে সামনে ছিলো... সম্মানিত জনৈক মন্ত্রী এবং এক সাংসদ যাত্রীদের যন্ত্রণা-চিৎকার দেখে মহামানব হয়ে তাদের উদ্ধারের নির্দেশ দিবে অথবা তাদের হাসপাতালে নিয়ে যাবে এটা ভুলেও আশা করি নাই... কিন্তু গাডী থামায়ে একটু নেমে দেখবেও না জনসেবকেরা ?? উলটা হাসি-হাসি মুখে গল্প করতে করতে যন্ত্রনাকাতর যাত্রীদের দিকে একটা উকি মেরে মহামানবেরা বিদায় নিলেন... তাদের জন্যই রাস্তা পরিষ্কার করা হচ্ছিল... এনারাই হচ্ছেন আমাদের জনসেবক...যাদের আমরা ভোট দেই, ভোট পেয়ে তারা হয়ে যান ভি.ভি.আই.পি...এরাই আমাদের মহান নেতা... আপনারা তাদের সম্মান করতে পারেন, আমার কাছে তারা পশুর চেয়েও অধম... বিঃদ্রঃ প্রায় ৩০ মিনিট পর আহতদের হাসপাতালে নেওয়া হয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.