আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের হাওয়া

যখন যেমন, তখন তেমন

নির্বাচন ! নির্বাচন !! নির্বাচন !!! বেশ কয়েকদিন থেকে দেখছি ব্লগারগন নির্বাচন নিয়া বেশ খেলছে । তবে মজার বেপার হল, বলকে মাঝ মাঠে দেখা যাচ্ছে বেশি । আমি এই খেলায় মজা পাই না । আসেন সবাই বলকে নিজ নিজ আওতায় আনার চেষ্টা করি । বিগত তিন সরকারের আমল থেকেই আমরা দেখতাছি কোন সরকার কেমন খেলা আমাগোরে দেখাইতেছে ।

ব্লগারা এমনকি জাতি আজ এই খেলা দেখতে দেখতে বিদ্রহ করার এক রকম চিন্তা শুরু করিতেছে । আর আমি এই চিন্তাশীলদেরকে একটু উষ্কানি দিতে চাই। সবার ব্লগানির ভিওিতে আমি দেখতেছি যে, খালেদা, হাসিনা, গোলাম আযম, এরশাদ (সন্দেহ জনক) কেউই আমাদের জন্য সুখকর নয় । তাই আসুন দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা দলমত নির্বিশেষে একজোট হই । (আল্লাহই ভাল জানেন ) ।

আমরা আমাদের নিজস্ব এলাকা, সবের্াপরি দেশের মঙ্গল হয় এমন ব্যাক্তিকে, নিজ এলাকা থেকে নির্বাচিত করি । (দয়া করে কোন মার্কা নিল, ভুইলা যাইয়েন ) । # প্রশ্ন ঃ প্রার্থি সবগুলাই যদি খারাপ হয় কি করব ? => কি আর করবেন, এর মধ্যে হতে ভালকে নির্বাচিত করতে হবে । আর মারামারি দেখতে ইচ্ছা করে না । (সত্যি কইতাছি ) (আম্মাআআ)(বাঁচাওওও) [link|http://www.cnn.com/WORLD/9606/12/bangladesh/voters.jpg|


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.