আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন করবেন সাবের

একদিন আগেই বিপিএল  ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন দিয়েছে আইসিসির নিরাপত্তা ও দুর্নীতি দমন কমিশন (আকসু)। পুরো দেশেই মিশ্র প্রতিক্রিয়া। আকসু কারও নাম না উল্লেখ না করলেও মিডিয়ার কারণে অভিযুক্তদের পরিচয় পেয়ে গেছেন দেশবাসী। প্রচণ্ড ঝড়ের পর সব কিছু যেমন থমথমে হয়ে যায়, আনুষ্ঠানিকভাবেই ক্রিকেটের কালো অধ্যায়ে বাংলাদেশের নাম ওঠায় গতকাল সবার মনের অবস্থা ছিল এমনই। কিন্তু শেষ বিকালে হঠাৎ করেই সাংবাদিকদের এসএমএস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী জরুরি সংবাদ সম্মেলন করার কথা জানান।

সন্ধ্যার আগে মুহূর্তের মধ্যে সাবের হোসেনের পরীবাগের বাড়িতে সাংবাদিকদের ভিড় লেগে যায়। সবার ধারণা ছিল, হয়তো বিপিএল  ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে কথা বলবেন ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি। তাই সাংবাদিকদের মধ্যে আগ্রহ ছিল আকাশচুম্বী। কিন্তু না, গতকাল সংবাদ সম্মেলন করে নির্বাচন করার অনানুষ্ঠানিক দিলেন তিনি। একটা প্যানেলও তৈরি করে ফেলেছেন সাবের।

তবে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করলে তা নিরপেক্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, 'অ্যাডহক কমিটির তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেখানে তারা ৯ মাস ধরে ক্ষমতায় রয়েছে। বেশি দিন থাকার কারণ, এই অ্যাডহক কমিটির সবাই আবার নির্বাচন করে পাশ করে আসতে চান। এ জন্য তারা এতদিন বসে একটা ছক করেছেন বলে আমার ধারণা।

' বর্তমান বোর্ড সভাপতি নামজুল হাসানকে উদ্দেশ করে বলেন, 'আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন করে দেওয়ার। আর আপনি নিজেই সে নির্বাচনের প্রার্থী। এটা যদি হয় তাহলে নির্বাচন তো নিরপেক্ষ হবে না। ' ঢাকার ছয়টি ক্লাবের দুটি করে কাউন্সিলশিপ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সাবের বলেন, 'ঢাকার ক্লাব ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে একটা বিশাল বিভাজনও তৈরি করা হয়েছে।

ক্রিকেটে জেলা, বিভাগ ক্লাব সবারই অবদান রয়েছে। কিন্তু তারা জেলা ও বিভাগের গুরুত্বকে খাটো করছেন। এটা খুবই ক্ষতিকারক। সাকিব, মাশরাফিসহ বহু ক্রিকেটার বের হওয়ার পেছনে জেলার অবদান রয়েছে। বিশ্বের কোথাও নেই একটি প্রতিষ্ঠানের দুটি ভোট।

এটা তিনি করেছেন তার জয় নিশ্চিত করার জন্য। এ নিয়ে চরম ক্ষোভ রয়েছে। এর বাইরেও রয়েছে অনেক অনিয়ম। এতসব অনিয়ম দেখে আমি বিবেকের তাড়নায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জয়ের ব্যাপারেও আশাবাদী।

' সাবেক এ সভাপতি বলেন, 'আমি চাই নিরপেক্ষ ও প্রভাবমুক্ত একটা নির্বাচন। সেটাতে যে-ই আসুক না কেন। আর সেটা দায়িত্বে থেকে নির্বাচন দিলে কতটা নিরপেক্ষতা থাকবে সেটা প্রশ্ন। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.