আমাদের কথা খুঁজে নিন

   

আগামী সংসদ নির্বাচন জীবনের শেষ নির্বাচন, এরশাদের ঘোষণা



আগামী জাতীয় সংসদ নির্বাচন জীবনের শেষ নির্বাচন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ৩ বছর পর যে নির্বাচন হবে সেটাই আমার জীবনের শেষ নির্বাচন। আমার বয়স হয়েছে। তবে যতদিন বেঁচে থাকবেন ততদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত থাকবেন বলে ঘোষণা দেন তিনি। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, বর্তমান সংসদে কথা বলতে গেলে জেন্টেলম্যান থাকা যায় না। সংসদে বক্তব্য চলাকালে টেলিভিশনের সামনের থেকে মানুষ বাচ্চাদের সরিয়ে দেয়। কারণ সংসদের বক্তব্য এখন ভদ্রলোকদের শোনার মতো নয়। এরশাদ বলেন, বর্তমান সংসদে মৃত ব্যক্তিদের নিয়ে টানাহেঁচড়া চলছে। যারা জীবিত নেই তাদের নিয়ে টানাটানি ঠিক নয়।

সরকারের সফলতা ব্যর্থতা প্রসঙ্গে এরশাদ বলেন, মহাজোট সরকারের অনেক ব্যর্থতা আছে, সরকার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। তবে সকল সঙ্কট কাটিয়ে উঠতে আরো সময় লাগবে। মুন্সীগঞ্জে বিমানবন্দর প্রসঙ্গে এরশাদ বলেন, বিমানবন্দর নিয়ে সৃষ্ট ঘটনায় খালেদা জিয়াকে আসামি করে মুন্সীগঞ্জ চিরদিনের জন্য বিএনপিকে দিয়ে দেয়া হয়েছে। পরে অবশ্য প্রধানমন্ত্রী বুঝতে পেরে মামলা তুলে নিয়েছেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশ হতে চলছে।

তা সরকারের কারণে নয়, আপনাদের কারণে হয়েছে। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করতে হলে বেসরকারি বিনিয়োগের প্রতি জোর দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।