আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর মৃত্যুউপলক্ষে ১৫ ই আগষ্টে শোক পালন করব নাকি খালেদা জিয়ার জন্মদিনে উৎসব পালন করব ?

গালিবাজ ও ট্যাগবাজ মুক্ত সামু চাই

১৫ ই আগষ্ট আওয়ামিলীগ এর জন্য এক মহান শোকের দিন । এই দিনে মহান নেতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয় । পক্ষান্তরে আজকে বি এন পি পন্তিদের জন্য মহান আনন্দের দিন । আজকে তাদের প্রানপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন । একদল কে খুশি করতে গেলে আরেকদল বেজার ।

শেখ মুজিবুর রহমান ৭১ পর্যন্ত যতটা জনপ্রিয় ছিলেন ৭১ এর পরবর্তী সময়ে বাকশাল কায়েমের মাধ্যমে সে জনপ্রিয়তা নষ্ট করেন । এটা বললে আমার আওয়ামিলীগ বন্ধুরা বেজার । খালেদা জিয়া ৯১ এ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে পরিমান অপরাধ করেছেন , বিশেষ করে তার দুই সুযোগ্য পুত্র তারেক-কোকোর দূর্নীতি আকাশ ছুয়া । এটা বললে আমার বি এন পি এর বন্ধুরা বেজার । শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারনে আমি তাকে যেমন শ্রদ্ধা করি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অসাধারন কৃতীত্বের জন্য আমি তাকেও শ্রদ্ধার সহিত স্মরন করি ।

কিন্তু আজকে ১৫ আগষ্টকে দুই দল দুই ভাবে দেখছেন । কেউ কেধেঁ কেধেঁ কান্নার সাগর বানিয়ে ফেলতেছেন আবার কেউ কেউ বিশাল কেক কেটে উল্লাস করতেছেন । আমরা সাধারন আম জনতা কি করব ? কাকে বিশ্বাস করব ? বি এন পি কে নাকি আওয়ামিলীগ কে ? সাধারন আম জনতা হিসেবে আমার বক্তব্যঃ তোরা কামড়া কামড়ি করে একজনের শরীরের মাংস অন্যজনে খেয়ে মাইরালা । আমরা তোদের সাথে নেই । আমরা সাধারন মানুষ আমদের মত থাকি ।

তোরা শোক দিবসে কান্না কাটি করে যমুনা বানিয়ে ফেল অথবা জন্ম দিন উপলক্ষে নাচতে নাচতে পাগল হয়ে যা । আমরা তোদের সাথে নেই । আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.