আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানের রাজ্যে বই ব্যাংক



জ্ঞানের রাজ্যে বই ব্যাংক সৃষ্টিতত্ত্ব ঘাটলে প্রকারান্তরে একটি বিষয়ই প্রতিভাত হয়-মানুষের সহজাত প্রবৃত্তি হলো জ্ঞানের প্রতি আগ্রহ তথা অনুসন্ধান এবং দেহের ক্ষুধা মেটালেও মনের ক্ষুধা মেটাতে জ্ঞান অপরিহার্য। কিন্তু জ্ঞানের উৎস বা চারণ ভূমি কোথায়? বই। বই ছাড়া কিছুই কল্পনা করা যায় না। এটি সভ্যতার বাহক ও ধারক। অতীতে যখন বই ছিল না, তখন যে কত তত্ত্ব এবং কত অভিজ্ঞতার ফসল যুগ থেকে যুগান্তরে এবং এক প্রজন্ম আর এক প্রজন্মে মুখে মুখে চলে এসেছে, কিন্তু চলার পথে সীমিত স্মরণশক্তি ও ব্যক্তিত্বের বৈচিত্র্যের কারণে প্রবহমান কালের পথের মধ্যেই অনেককিছুই হারিয়ে গিয়েছে। ঐ হারিয়ে যাওয়া বিষয়গুলো থাকলে হয়তোবা এই তথ্য ও ন্যানো প্রযুক্তির যুগ আরো গতিময়তা লাভ করে সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।