আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহ

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

খুবতো পেয়েছো ভগবান এই মৃত্যুর সন্ত্রাস, ভেবেছিলে সব ছেড়ে হাতে জপমালা সন্ন্যাসী হয়ে মাটিদেহ যাবে ক্ষয়ে, নরকের ভয়ে বল্কলে ঢেকে চলে যাবো বনবাস উপাসনা খেয়ে রুগ্ন দেহে বিছাবো চিতার ঘাস বিধাতা করেছ ভুল ফুলদানী ভরা ফুটেছে মানুষ ফুল খনির আঁধার রক্তে ঢেকেছে ডুবেছে সাগর তলে, মৃত্যুকে পায়ে দলে সপ্ততারায় খুঁজেছি সিন্ধুকূল চাঁদ জয় করে চন্দ্রপাথরে গড়েছি কানের দুল খুবতো খেলালে যমের দূতকে মহামারী ব্যাধি নিয়ে ফুটো করে দিতে মানুষের ডানা পশুত্ব ঢেলে দিয়ে ধ্বংশ জিঁইয়ে, অসুর লেলিয়ে তবু আছি দেখ টিকে ধুলোয় মিশিয়ে গর্জানো প্রভু, ছড়িয়েছি দশ দিকে পাহাড়ের ধ্যান ভুলছে ঋষিরা ভাঙছে গিরির পথ এপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটেছে আলোর রথ খুবতো ভেবেছ মৃত্যু সাজিয়ে ঘটাবে সর্বনাশ হাত জোড় করে উপাসনাগৃহে পড়ে রবো বার মাস এভাবে নিজের কবরই খুঁড়েছ বোঝোনি সর্বনাশ পাপের সমুদ্রে দেবতাকে ছোঁড়ে বিদ্রোহী কৃতদাস ------ ড্রাফট ১.০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।