আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহ কর

যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায়

বিদ্রোহ কর আজও যদি অন্তর তব বিদ্রোহ নাহি করে ! অশ্রুকণা দুই নয়নে, ঝর ঝর নাহি ঝরে ! উত্তাপহীন শীতল মননে, ক্রোধ নাহি ফেটে পরে ! ক্ষোভানল জ্বেলে, ছারখার ক'রে দিতে মন তব ডরে ! জেনো হে মানব, তুমি নিশ্চিৎ, পাষাণ হয়েছো ম'রে ! বিদ্রোহ কর, বিদ্রোহ কর, বিদ্রোহী নাহি মরে ! স্বাধীন দেশ আজ পরাধীনতার শৃঙ্খলে বাঁধা প'ড়ে ! নিজ দেশবাসী নিজেদেরই দ্যাখো কেমন দখল করে ! জাতীয় কেতন দেখি না, শুধু দলের নিশান ওড়ে ! আজও যদি অন্তর তব বিদ্রোহ নাহি করে ! জেনো হে মানব, তুমি নিশ্চিৎ, পাষাণ হয়েছ ম'রে ! বিদ্রোহ কর, বিদ্রোহ কর, বিদ্রোহী নাহি মরে ! দুষ্ট কবির বাংলায় ফের "বিদ্রোহ" গান করে ! দেশবাসী আজ নেমে এসো পথে, নব বিদ্রোহ সুরে ! তুমি ঘুরে আজ রুখে দাঁড়ালেই, আঁধার যাবে যে সরে ! আজও যদি অন্তর তব বিদ্রোহ নাহি করে ! জেনো হে মানব, তুমি নিশ্চিৎ, পাষাণ হয়েছ ম'রে ! বিদ্রোহ কর, বিদ্রোহ কর, বিদ্রোহী নাহি মরে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।