আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারে বিরল প্রজাতির বেঢপ নাকের বানরের সন্ধান

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’
বানরের বিলুপ্তপ্রায় প্রজাতির মধ্যে অন্যতম একটি ‘বেঢপ নাকের’ বানরের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ এশিয়ার মিয়ানমারে। দেশটির উত্তরাঞ্চলের গহীন বনে বিরল প্রজাতির এ বানরটির সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে চীনের একটি জলবিদ্যুৎ প্রকল্প ও বন ধ্বংসের কারণে এ প্রজাতির বানর হুমকির মুখে রয়েছে বলে বুধবার জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, এ প্রজাতির বানরগুলো লম্বা লেজ বিশিষ্ট কালো রঙের, সাদা গুচ্ছ কর্ণ এবং সাদা দাড়িওয়ালা হয়ে থাকে। ‘আমেরিকান জার্নাল অফ প্রাইমাটোলজি’তে প্রকাশিত ওই গষেণার প্রধান জুরিখ-ইরচেল বিশ্ববিদ্যালয়ের থমাস গেইসমান বলেন, বিশ্বের অন্য প্রজাতির বানর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের বানরের দেখা পাওয়া বিরল ঘটনা।’ এ প্রজাতির বানরের কঙ্কাল ও চারটি মাথার খুলি পরীক্ষা করে দেখা গেছে, চীন ও ভিয়েতনামে বসবাসরত চ্যাপ্টা নাকের বানর থেকে এ প্রজাতি ভিন্ন। এরা সাধারনত ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টিতে ঘন ঘন হাচি দেয়। আর এর কারণ তাদের বেঢপ আকৃতির নাক। বিজ্ঞানীদের হিসাব অনুসারে মিয়ানমারে ২৭০ কিলোমিটার অঞ্চলজুড়ে এ প্রজাতির ২৬০ থেকে ৩৩০টি বানর রয়েছে যারা এখন মারাত্মকভাবে বিপন্ন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.