আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প : নিহত ১২

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় শহরের নিকটবর্তী এলাকায় রোববার বড় ধরনের ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পটির উত্পত্তিস্থল দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। সকাল ৭টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছেন মান্দালয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা।

মান্দালয়ের নিকটবর্তী শয়িবু শহরের কাছে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক খবরে ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। তবে ভূমিকম্পের পর থেকে কয়েকজন নির্মাণ কর্মী নিখোঁজ রয়েছেন। ভূমিকম্প পরবর্তী কয়েকটি শক্তিশালী পরাঘাত অনুভূত হলেও মান্দালয়ে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে। ভূমিকম্পের বিষয়ে এক মান্দালয়বাসীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, ‘এত বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা আমার ছিল না। আমি তীব্র কিছু শব্দেরও আওয়াজ পেয়েছি, ওই সময় বিদ্যুত্ও চলে যায়। তবে ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনও কিছু বলতে পারছি না। ’ মিয়ানমারের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে শয়িবুর নিকট ইরাবতী নদীতে নির্মাণাধীন একটি ব্রিজ ভেঙে পড়েছে।

এখানে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখানে কয়েকজন নির্মাণ কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন শয়িবু শহরের এক পুলিশ কর্মকর্তা। স্থানীয় কায়ুক মায়ুঙ এলাকায় বাড়ি ধসে এক নারী মারা গেছেন ও অপর ১০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ভূমিকম্পের কথা জানানো হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি। Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.