আমাদের কথা খুঁজে নিন

   

জীবন মানে - পাশের বাড়ীর.....ডাগর আঁখি জোড়া।।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
জীবন মানে - কড়া রোদে ঠান্ডা ডাবের আঁশ, জীবন মানে -স্যার-ম্যাডামের চুলোচুলি সেই পুরুনো বাঁশ। । জীবন মানে – চুরি করে বস্ কে পথে বসানো, জীবন মানে - ভুজং দিয়ে বন্ধুর পয়সা খসানো। ।

জীবন মানে - পাশের বাড়ীর ডাগর আঁখি জোড়া, জীবন মানে - বেকার বাবুর হন্যে হয়ে ঘোরা। । জীবন মানে - হরতালেতে রাস্তা জোড়া ক্রিকেট, জীবন মানে - ঈদের সময় বাড়ির পথের টিকেট। । জীবন মানে - বউয়ের হাতের মিষ্টি খিলি পান, জীবন মানে - ‘জীবন জ্বালা’ মাকসুদের সেই গান।

। জীবন মানে - পয়সা মেরে বাপের হাতে ধরা, জীবন মানে - তোমার মনের প্রেমের কড়া নাড়া। ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.